বাংলা

কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখা প্রসঙ্গ

CMGPublished: 2023-06-05 15:00:45
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সম্প্রতি চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য-কার্যালয়ের উদ্যোগে কারিগরি খাতে দক্ষ ব্যক্তিদের সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে তাঁরা নিজেদের দক্ষতা অর্জন, চর্চা ও উন্নয়নের গল্প বলেন। বস্তুত, তাঁরা চীনের কারিগরি দক্ষতা প্রতিযোগিতায় বিজয়ীদের প্রতিনিধি। এবার প্রতিযোগিতায় ৩০ জন সেরা ব্যক্তিকে পুরস্কার দেওয়া হয়। আজকের অনুষ্ঠানে আমরা চীনের কারিগরি খাতে দক্ষ ব্যক্তিদের গল্প এবং দেশের উন্নয়নে বিভিন্ন ভাষার শিক্ষার্থীদের প্রশিক্ষণ-পরিকল্পনা নিয়ে কথা বলব।

জনাব লি হুই টানা ৩১ বছর ধরে ইয়ুননান প্রদেশের খুনমিং শহরের বিদ্যুত্ সরবরাহ ব্যুরোর রিলে-রক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি এখন সিনিয়ার প্রযুক্তিবিদ হিসেবে কাজ করছেন। তাঁর দৃষ্টিতে বিভিন্ন উত্পাদনকাজে প্রযুক্তিবিদদের ভুমিকা ও অবস্থান অপরিহার্য। কারণ, একটি নতুন প্রযুক্তির দুর্বলতা থাকে কি না, প্রকৌশলের ডিজাইন প্রস্তাবে কোনো সমস্যা থাকে কি না, বা অনুশীলনের শেষ পদক্ষেপ ঠিক আছে কি না, এসব জানার জন্য প্রযুক্তিবিদের প্রয়োজন। যদি সঠিকভাবে এসব নিয়ন্ত্রণ করা যায়, তাহলে বিভিন্ন পণ্যের মান নিশ্চিত করা যায়। আর যদি তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে পণ্যের মানও খারাপ হয় বা অন্তত খারাপ হবার ঝুঁকি থাকে।

প্রযুক্তিবিদদের চ্যালেঞ্জ সম্পর্কে বেইজিং নর্থ গাড়ি গ্রুপ লিমিডেট কোম্পানির সিএনসি মিলিং শীর্ষ প্রযুক্তিবিদ মা সিয়াও কুয়াং বলেন, অতীতে প্রযুক্তিবিদদের কাজের সামাজিক মর্যাদা তুলনামূলকভাবে অনেক কম ছিল। ১৯৯৮ সালে তিনি কারিগরি স্কুল থেকে স্নাতক হওয়ার পর ফিটার, মিলিং, সিএনসি মিলিং ও প্রযুক্তিবিদসহ বিভিন্ন পদে কাজ করেছেন। কারখানার ২০টিরও বেশি ধরনের সিএনসি মেশিন টুল নিয়ন্ত্রণ করেছেন এবং ২৫ বছর ধরে মনোযোগ দিয়ে সিএনসি মেশিনিং প্রযুক্তির গবেষণা করেছেন।

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn