বাংলা

চীনা জাদুঘর পরিদর্শন বিদেশিদের অভিজ্ঞতা কি?

CMGPublished: 2023-05-30 09:56:20
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

যাদুঘরগুলি মানবসভ্যতা রক্ষা ও উত্তরাধিকারের গুরুত্বপূর্ণ স্থান। পাশাপাশি, সভ্যতার মধ্যে বিনিময় এবং পারস্পরিক শিক্ষার ফ্রন্টলাইন হলো যাদুঘর। সম্প্রতি চীনের দুই বিদেশি বন্ধু চীনা জাদুঘর পরিদর্শন করেছে। তাদের নানা অভিজ্ঞতা হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত শুনুন আজকের অনুষ্ঠানে।

"আমার নাম রাফায়েল। আমার বয়স ২৯ বছর এবং আমি ভেনিজুয়েলা থেকে এসেছি। আমি হুনান বিশ্ববিদ্যালয়ের একজন এক্সচেঞ্জ ছাত্র এবং আমি শিল্প প্রকৌশলে স্নাতকোত্তর ডিগ্রিতে অধ্যয়নরত।"

কয়েকদিন আগে রাফায়েল ছাংশার হুনান যাদুঘর পরিদর্শন করেন। হুনান যাদুঘর হল জাতীয় প্রথম শ্রেণীর যাদুঘরের প্রথম ব্যাচ। প্রাগৈতিহাসিক মানুষের তৈরি পাথরের হাতিয়ার থেকে শুরু করে চমৎকার ব্রোঞ্জ, মাওয়াংডুই হান সমাধির পোশাক, ঘড়ি থেকে শুরু করে মিং ও ছিং চমত্কার ক্যালিগ্রাফি ও পেইন্টিং। তারা হুনানের সবচেয়ে সারাংশ ঘনীভূত করে। রাফায়েল বলেন:

"এটি সত্যিই আশ্চর্যজনক, আমি একে ভাষায় বর্ণনা করতে পারব না। আমি জেনে খুব অবাক হয়েছিলাম যে হুনান যাদুঘরের একটি প্রদর্শনী হল এলাকা রয়েছে যার আয়তন ২৭হাজার বর্গমিটার এবং এখানে সংগ্রহে ১৮০হাজারেরও বেশি সাংস্কৃতিক নিদর্শন রয়েছে। এখানে সব সাংস্কৃতিক ধ্বংসাবশেষ রয়েছে চীনের সহস্রাব্দের সংস্কৃতি লিপিবদ্ধ করা হয়েছে।"

কিছুদিন আগে, রাফায়েল হুনান প্রদেশের লিলিং সিটি মিউজিয়ামও পরিদর্শন করেছিলেন। রাফায়েল বলেন যে, সেখানে তিনি শিখেছিলেন- লিলিং সিটি হল চীনের তিনটি "চীনামাটির রাজধানীর" মধ্যে একটি এবং সিরামিক উৎপাদনের প্রথম ইতিহাস হান রাজবংশের মধ্যে খুঁজে পাওয়া যেতে পারে।

রাফেয়েল বলেন,

123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn