বাংলা

লুওঈ নগরের হস্তশিল্প

CMGPublished: 2023-05-17 10:51:49
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

"লুওঈ" প্রাচীনকালে লুওইয়াং শহরের পুরানো নাম। এটি প্রাচীন কাল থেকেই চীনা সভ্যতার প্রতিনিধি হয়ে আছে। এটি তেরোটি রাজবংশের রাজধানী ছিল এবং "সাংস্কৃতিক পবিত্র শহর" নামে পরিচিত।

লুওঈ প্রাচীন নগরে হাঁটার প্রতিটি পদক্ষেপে রয়েছে একটি অনন্য সাংস্কৃতিক পরিবেশ। প্রাচীন নগরে হাঁটার যেন ইতিহাসের মধ্য দিয়ে ভ্রমণ করার মতো।

লুওঈ প্রাচীন নগরের আসল আকর্ষণ প্রাচীন রাস্তায় শত শত অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে লুকিয়ে আছে। এর মধ্যে রয়েছে স্থানীয় প্রাদেশিক পর্যায়ের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য "রুইয়াং লিউ ব্রাশ"।

রুইয়াং জেলার লিউ গ্রাম "ব্রাশের হোমটাউন" নামে পরিচিত। "সিয়াংছেং কাউন্টি ক্রনিকলস" অনুসারে এর ২ হাজার বছরেরও বেশি পুরানো। ব্রাশ তৈরির সুপরিচিত কারুকাজ ৬৭তম প্রজন্ম পর্যন্ত চলছে। ৬৭তম প্রজন্মের উত্তরাধিকারী লিউ সিয়াও দান বলেন,

আমি ছোটবেলা থেকেই আমার পরিবারের সঙ্গে ব্রাশ তৈরির কাজ শুরু করি। আমার পরিবার কয়েক প্রজন্ম ধরে জীবিকার জন্য ব্রাশ তৈরি করছে। ব্রাশ তৈরি কাজটিও সব হাতেই করা হয়। একটি ব্যাচের ব্রাশ তৈরির জন্য ১২৮টি প্রক্রিয়া প্রয়োজন। ব্রাশের উপাদান নির্বাচন করা এবং সে উপাদানের বিভিন্ন বিষয় সংশোধনের পর অবশেষে একটি ব্রাশ তৈরি করা হয়।

প্রত্যেক প্রক্রিয়া দক্ষ কারিগরদের দিয়ে সম্পন্ন করা হয়।

ব্রাশ তৈরি একটি প্রক্রিয়া যার জন্য ধৈর্য প্রয়োজন, এমনকি বিরক্তিকর একটি প্রক্রিয়া, কিন্তু লিউ সিয়াওদান বলেন, চমত্কার ঐতিহ্যবাহী সংস্কৃতির উত্তরাধিকারী হওয়া সবসময়ই রুইয়াং লিউ গ্রামের লক্ষ্য ও দায়িত্ব। তিনি বলেন,

সেজন্য ব্রাশ তৈরি একটি অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য

যেমন আজ মাস্টার যে প্রক্রিয়ায় কাজ করছেন, তা হল ব্রাশের উপাদান সংগঠন করা, এটি করতে হয়তো পুরোদিন বসতে হবে এবং একটি প্রক্রিয়া বারবার পুনরাবৃত্তি করতে হয়। ব্রাশের কারখানায়, কিছু অভিজ্ঞ শিল্পী তাদের সারা জীবনের প্রক্রিয়া শিখে এবং তা প্রক্রিয়া করে থাকে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn