বাংলা

‘এশিয়া ও আফ্রিকা সংস্কৃতি উত্সব’ বেইজিংয়ে আয়োজিত

CMGPublished: 2023-05-08 16:05:11
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

রোববার তথা ৭ মে, বেইজিং বিদেশি ভাষা শিক্ষা বিশ্ববিদ্যালয়ে একটি বিশেষ সাংস্কৃতিক উত্সব আয়োজিত হয়। ‘এশিয়া ও আফ্রিকা সংস্কৃতি উত্সব’ নামের এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের এশিয়া ও আফ্রিকা ইন্সটিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন দেশের বৈশিষ্ট্যময় ও প্রতিনিধিত্বমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

এশিয়া ও আফ্রিকা সংস্কৃতি উত্সব হল বেইজিং বিদেশি ভাষা শিক্ষা বিশ্ববিদ্যালয়ের একটি নিয়তিম আয়োজন। প্রতি দুই বছর পর পর এটি একবার আয়োজিত হয়। বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষাসহ ৩০টি এশীয় ভাষা এবং ২০টি আফ্রিকান ভাষা শেখানো হয়। চীন এবং এশিয়া ও আফ্রিকার দেশগুলোর সাংস্কৃতিক বিনিময় জোরদার করা, তরুণদের সামনে বিদেশি সংস্কৃতি তুলে ধরা, এবং শিক্ষার্থীদের আরও ভালোভাবে সংশ্লিষ্ট ভাষা শেখানোর জন্য বিশ্ববিদ্যালয়ে নিয়মিত এই উত্সব আয়োজন করা হয়।

সংস্কৃতি উত্সবে বাংলাদেশে নিযুক্ত সাবেক চীনা রাষ্ট্রদূত ছাই সি উপস্থিত ছিলেন। তিনি বাংলা ভাষায় তরুণ প্রজন্মের বাংলা ভাষা শিখে দু’দেশের বিনিময় ও মৈত্রী জোরদারের চেষ্টার প্রশংসা করেছেন এবং আশা করেন ভবিষ্যতে এমন সাংস্কৃতিক বিনিময় আরো বেশি হবে, যাতে চীন-বাংলাদেশের বন্ধুত্ব আরো মজবুত হবে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn