বাংলা

ব্রাসেলসে ‘সুং-শৈলী লংছুয়ান সেলাডন প্রদর্শনী’ উদ্বোধন

CMGPublished: 2023-04-12 16:38:55
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বেলজিয়ামের ব্রাসেলসে চায়না কালচারাল সেন্টারে "লিসেনিং টু পোর্সেলিন, সিয়িং দ্য ওয়ার্ল্ড—সুং-শৈলী লংছুয়ান সেলাডন প্রদর্শনী" শুরু হয়েছে। বেলজিয়ামে চীনের রাষ্ট্রদূত ছাও ঝংমিংসহ প্রায় ৫০জন চীনা ও বিদেশি অতিথি উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

এবার প্রদর্শিত ৫৫টি সেলাডন শিল্পকর্ম লংছুয়ান শহরের সমসাময়িক শিল্পী ও কারিগরদের ডিজাইন। তারাই এসব তৈরি করেছেন। যার মধ্যে রয়েছে প্রাচীন ক্লাসিক পাত্র, শৈল্পিক সেলাডন এবং আধুনিক দৈনন্দিন ব্যবহার করা সেলাডন। এটি চীনা সংস্কৃতির নান্দনিক স্বাদ এবং আকাঙ্ক্ষা প্রকাশ করে।

ছাও ঝংমিং উদ্বোধনী অনুষ্ঠানে তার বক্তৃতায় বলেন, এই বছর "এক অঞ্চল, এক পথ" উদ্যোগের ১০ম বার্ষিকী। চীনামাটির বাসন, চীনা বৈশিষ্ট্যের একটি পণ্য হিসাবে, ঐতিহাসিকভাবে স্থল ও সামুদ্রিক সিল্ক রোডের মাধ্যমে বিদেশে রপ্তানি করা হয়েছে। যা বিভিন্ন সংস্কৃতির মধ্যে সংলাপ এবং মিথস্ক্রিয়ার বাহক হয়ে উঠেছে। সাংস্কৃতিক আদান-প্রদান চীন-বেলজিয়াম সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই প্রদর্শনীটি বেলজিয়ামের জনগণকে চীনা লংছুয়ান সেলাডনের সাংস্কৃতিক ঐতিহ্য এবং চমৎকার কারুকাজ বোঝা ও উপলব্ধি করার ক্ষেত্রে সাহায্য করবে। পাশাপাশি চীনা ও বেলজিয়ামের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়াবে।

প্রদর্শনীতে উপস্থিত অতিথিরা লংছুয়ান সেলাডনের সমৃদ্ধি এবং বৈচিত্র্যময় আকার, উষ্ণ ও জেডের মতো এনামেল এবং মার্জিত ও বিশুদ্ধ রঙের প্রশংসায় পূর্ণ ছিলেন।

এর মধ্যে ‘টাইপিং ইও সিয়াং’ শিরোনামের কাজটি বেশ নজর কেড়েছে। কাজটি নীল রঙের, এবং পদ্ম পাতার চিত্রটি উদারতা, সম্প্রীতি ও মর্যাদার প্রতিনিধিত্ব করে। তিনটি ছোট হাতি নদীতে খেলা করছে, মানুষ ও প্রকৃতির মধ্যে সুরেলা সহাবস্থানের অর্থ বহন করছে।

প্রদর্শনীটি বেলজিয়ামের চীনা দূতাবাস, চীন-বিদেশি সাংস্কৃতিক বিনিময় কেন্দ্র, চ্যচিয়াং প্রদেশের লংছুয়ান শহরের সরকার এবং ব্রাসেলসে চায়না কালচারাল সেন্টার স্পন্সর করেছে। এটি ব্রাসেলসের চীনের সাংস্কৃতিক কেন্দ্রে জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে ৪ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত।

Share this story on

Messenger Pinterest LinkedIn