বাংলা

চীন-স্পেন সংস্কৃতি ও পর্যটন বছর মাদ্রিদে শুরু হয়েছে

CMGPublished: 2023-04-12 16:40:28
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীন-স্পেন সংস্কৃতি ও পর্যটন-বর্ষ সম্প্রতি স্পেনের রাজধানী মাদ্রিদে শুরু হয়েছে। চীনের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী হু হেপিং একটি প্রতিনিধি দলের নেতৃত্বে দিয়ে স্পেন সফর করেন এবং স্পেনের জাতীয় কনসার্ট হলে অনুষ্ঠিত চীনা ও পশ্চিমা সংস্কৃতি ও পর্যটন বছরের উদ্বোধনী অনুষ্ঠান ও কনসার্টে যোগ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে হু হেপিং বলেন, চীন ও স্পেন উভয়ই দীর্ঘ ইতিহাস ও গভীর সাংস্কৃতিক ঐতিহ্যের দেশ। আশা করা যায় যে দুই দেশ সাংস্কৃতিক ও পর্যটন বিনিময় ও সহযোগিতা সম্প্রসারিত করা, সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক শিক্ষাকে আরও গভীর করা এবং বন্ধুত্বপূর্ণ জনমতের জন্য একটি দৃঢ় ভিত্তি তৈরি করার ক্ষেত্রে একে অপরের সাংস্কৃতিক ও পর্যটন বছর ধরে রাখার সুযোগ নেবে। যাতে চীন ও পশ্চিমের মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলা যায়।

স্প্যানিশ হাউস অফ রিপ্রেজেন্টেটিভের ভাইস স্পিকার এলিসো তার বক্তৃতায় বলেন, যদিও স্পেন ও চীন হাজার হাজার মাইল দূরে, তবুও দুই দেশের মানুষ একে অপরের ইতিহাস ও সংস্কৃতির প্রশংসায় ভরপুর। সাম্প্রতিক বছরগুলোতে, বিভিন্ন বৈশ্বিক ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলায়, চীন একটি সক্রিয় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি মডেল হতে পারে। স্পেন ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে দু’পক্ষ যৌথভাবে সাংস্কৃতিক ও শৈল্পিক কার্যক্রমের একটি সিরিজ আয়োজন করেছে, যা দুই দেশের জনগণের পারস্পরিক বোঝাপড়া আরও উন্নত করবে এবং যৌথভাবে একটি নতুন অধ্যায় রচনা করবে।

বিভিন্ন জগতের প্রায় দুই হাজার অতিথি একসঙ্গে সংগীতানুষ্ঠান উপভোগ করেন। একটি উষ্ণ ও প্রফুল্ল "বসন্ত উত্সব ওভারচার" দিয়ে কনসার্ট শুরু হয়। দুই দেশের অর্কেস্ট্রাদের সঞ্চিত নবনির্মিত "সানশাইন উইল অলওয়েজ শাইন অন আওয়ার ফ্রেন্ডশিপ" চীনা ও পাশ্চাত্য সংগীতের বৈশিষ্ট্য একত্রিত করেছিল। পিকিং অপেরা "কুই ফেই চুই জিউ’ স্প্যানিশ দর্শকদের ঐতিহ্যবাহী চীনা অপেরা সংস্কৃতির অনন্য শৈলী দেখায়; স্প্যানিশ গায়করা চীনা ও পাশ্চাত্যের ভাষায় ‘আই লাভ ইউ চায়না’ গেয়েছেন, তাদের গানের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বের কথা জানিয়েছেন। দুই দেশের শিল্পীরা সংগীতের মাধ্যমে বন্ধুদের সঙ্গে দেখা করেছেন এবং শিল্পের মাধ্যমে তাদের হৃদয় বিনিময় করেছেন। চীনা ও পাশ্চাত্য সংগীতের উপাদানগুলির সংমিশ্রণের মাধ্যমে তারা পূর্ব ও পশ্চিমের সংস্কৃতির পারস্পরিক একীকরণ এবং পারস্পরিক শিক্ষা তুলে ধরেছেন।

Share this story on

Messenger Pinterest LinkedIn