বাংলা

চীন ও বিদেশের মধ্যে একটি সার্বিক সাংস্কৃতিক ও শৈল্পিক বিনিময় কেন্দ্র তৈরি করেছে হংকং

CMGPublished: 2023-04-11 10:59:54
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আর্ট বাসেলকে সর্বদা বিশ্ব শিল্প বাজারের "উইন্ড ভেন" হিসাবে বিবেচনা করা হয়েছে। আয়োজক সংস্থা জানিয়েছে যে, এই বছরের হংকং মেলায় ৩২টি দেশ ও অঞ্চল থেকে ১৭৭টি আর্ট গ্যালারি জড়ো হয় এবং পাঁচ দিনের প্রদর্শনীতে দর্শনার্থীর সংখ্যা ছিল প্রায় ৮৬ হাজার। আর্ট বাসেলের আয়োজকরা হংকংকে একটি চমৎকার "বাড়ি" এবং শক্তিশালী ঘাঁটি হিসেবে বর্ণনা করেছেন, যা সম্ভাবনায় পূর্ণ।

শুধু তাই নয়, প্রধান নিলাম ঘরগুলি এপ্রিল মাসে বসন্তের নিলাম আয়োজন করবে এবং প্রথম ‘হংকং পপ কালচার ফেস্টিভ্যাল’ ও শীঘ্রই উন্মোচন করা হবে। এই শিল্প ও সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলি এশিয়ান সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে হংকং-এর অনন্য আকর্ষণকে তুলে ধরবে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn