বাংলা

বিদেশি ছাত্রছাত্রীদের ‘এক অঞ্চল, এক পথ’ সংগীত ব্যান্ড মিউজিকের মাধ্যমে চীন ও বিশ্বকে সংযুক্ত করে

CMGPublished: 2023-03-28 14:24:44
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চলতি বছর হল ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের ১০ম বার্ষিকী। গত দশ বছরে, ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের অধীনে, চীন এবং এর বরাবর দেশগুলির মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের আকার স্থিতিশীলভাবে উন্নত ও সম্প্রসারণ করেছে, অবকাঠামো ও উভয়ের যোগাযোগ আরও উন্নত হচ্ছে, শিল্প চেইন ও সরবরাহ চেইনের সহযোগিতার মান বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে ‘এক অঞ্চল, এক পথ’ বিভিন্ন দেশের স্বীকৃত পেয়েছে এবং বরাবর দেশগুলির মানুষকে সংযুক্ত করেছে। চীনের চিয়াংসি প্রদেশের নানছাং শহরে নানছাং এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের বিদেশি ছাত্রছাত্রীরা একটি সংগীত ব্যান্ড প্রতিষ্ঠা করেছে, এর নাম ‘এক অঞ্চল, এক পথ’ সংগীত ব্যান্ড, এবং তারা মিউজিকের মাধ্যমে চীনা ও বিভিন্ন দেশের জনগণের অনুভূতি সংযুক্ত করেছে।

গানটি গেয়েছেন ‘এক অঞ্চল, এক পথ’ ব্যান্ড। ব্যান্ডের সদস্যরা গানে বলছেন, ‘আগে আপনি চীনের মহাপ্রাচীর, নিষিদ্ধ নগর এবং ইয়াংসি নদীর কথা জানতেন, বর্তমানে আপনি চীনের উদ্ভাবনী শক্তি, উচ্চ গতির রেল এবং ৫জি দেখছেন।’

‘এক অঞ্চল, এক পথ’ সংগীত ব্যান্ড ২০১৩ সালে গড়ে ওঠে, ব্যান্ডের প্রথম ব্যাচের সদস্যরা ভারত, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার শিক্ষার্থী। বর্তমানে ব্যান্ড দলে চারজন সদস্য আছে।

বর্তমানে, ‘এক অঞ্চল, এক পথ’ ব্যান্ডের চারজন সদস্য রয়েছে, তারা হল, তানজানিয়ার প্রধান গায়ক এবং কীবোর্ড প্লেয়ার ড্যানিয়েল, জাম্বিয়ার বেসিস্ট অ্যাবে, জিম্বাবুয়ের ড্রামার নিয়াসার এবং ব্যাকিং ভোকালিস্ট অলি।

প্রধান গায়ক ও কীবোর্ড প্লেয়ার ড্যানিয়েল ২০১৫ সালে চীনে আসেন এবং এখন নানচাং এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের বিমান প্রকৌশল বিভাগের স্নাতক ছাত্র। তিনি বলেন, কয়েক বছর ধরে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের মূল উদ্দেশ্য পরিবর্তন হয়নি। তিনি বলেন,

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn