বাংলা

জার্মান সিরামিকস টাউন ‘এক অঞ্চল, এক পথে’ চীনের সঙ্গে সহযোগিতা আরও গভীর করতে চায়

CMGPublished: 2023-03-28 14:19:39
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

দক্ষিণ-পশ্চিম জার্মান শহর ল্যান্সবাখ-বাউম্বাচ তার সিরামিক সামগ্রীর ব্যবসার জন্য বিখ্যাত। সাম্প্রতিক বছরগুলিতে এশিয়ান বিষয়বস্তুর চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে, শহরটির সিরামিক শিল্পে চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের সঙ্গে বিনিময় এবং সহযোগিতা জোরদার করা এবং একটি ঘনিষ্ঠ ‘এক অঞ্চল, এক পথ’ অংশীদারিত্ব গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে।

ইতিহাসে প্রাচীন রেশমপথে সিরামিক একটি গুরুত্বপূর্ণ পণ্য ছিল। আজ, চীন ও বিদেশের দেশগুলির মধ্যে সিরামিকের বাণিজ্য ‘এক অঞ্চল, এক পথ’ সভ্যতা বিনিময় এবং পারস্পরিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। জার্মানির ল্যান্সবাখ-বাউম্বাচের মেয়র মাইকেল মের্জ বলেছেন যে, চীনের ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ প্রাচীন সিল্ক রোডে নতুন জীবন এনেছে এবং এই বাণিজ্যিক রুট বরাবর দেশগুলির জনগণের সাধারণ সমৃদ্ধি ও বন্ধুত্বপূর্ণ বিনিময় উন্নীত করেছে। তিনি বলেন,

‘চীনের 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ প্রাচীন সিল্ক রোডকে নতুন অর্থে সমৃদ্ধ করেছে, বিশেষ করে আন্তর্জাতিক অর্থনীতি, বাণিজ্য ও সাংস্কৃতিক সহযোগিতায় নতুন অনুপ্রেরণা যুক্ত করেছে। এটাই সঠিক দিকে চলার পথ। ল্যান্সবাখ-বাউম্বাচ সিরামিক-এর জন্য বিখ্যাত। তাই আমরা চীনের সঙ্গে বিনিময়ের জন্য খুব প্রত্যাশা করি এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলিকে সমর্থন দেই। আমাদের সিরামিক কোম্পানিগুলিও এ বছর আন্তর্জাতিক আমদানি মেলায় অংশগ্রহণ করবে এবং আমাদের প্রদর্শিত পণ্যগুলি সুবিধাজনক চীন-ইউরোপ রেলওয়ে এক্সপ্রেসের মাধ্যমে চীনে পাঠানো হবে।’

সম্প্রতি জার্মানির ল্যান্সবাখ-বাউম্বাচ এবং চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের বাণিজ্য বিভাগ এবং জার্মান ফেডারেশন অফ ওভারসিজ চায়নার সঙ্গে একত্রে স্থানীয় এলাকায় একটি কুয়াংসি সিরামিক শিল্প প্রচার সম্মেলন অনুষ্ঠিত হয়। দুই সরকারের প্রতিনিধি এবং প্রাসঙ্গিক উদ্যোগের প্রধানগণ ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে মতবিনিময় ও আলোচনা করেন। কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের বাণিজ্য বিভাগের উপ-পরিচালক ইউ সুয়েমেই, যিনি জার্মানিতে একটি আর্থ-বাণিজ্যিক প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন, তিনি অংশগ্রহণকারীদের কাছে কুয়াংসি সিরামিক শিল্পের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং সাম্প্রতিক বছরগুলিতে কুয়াংসি ও জার্মানির মধ্যে বাণিজ্য বিনিময় ও দ্বিমুখী বিনিয়োগ সম্পর্কে জানান। তিনি মনে করেন,

‘ল্যান্সবাখ-বাউম্বাচ হল জার্মানির একটি বিখ্যাত সিরামিক শহর, এবং কুয়াংসি-এর সিরামিক শিল্পের কয়েক হাজার বছরের ইতিহাস রয়েছে। দুটি শিল্প পরিপূরক। এটি আজকের অন-সাইট সংলাপ হোক বা বৈঠক পরবর্তী গভীর যোগাযোগ হোক, এটি হবে কুয়াংসি ও জার্মান সিরামিক শিল্পের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার নতুন যাত্রায় সহায়ক। আশা করা যায়, উভয় পক্ষ এই প্রচার সম্মেলনকে সিরামিক শিল্পে সহযোগিতার সম্ভাবনাকে কাজে লাগাবে, অর্থনীতি, বাণিজ্য ও সংস্কৃতিসহ নানা স্তর থেকে আন্তঃসংযোগ বাড়াবে, একে অপরের কাছ থেকে শিখবে এবং যৌথভাবে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রচার করবে।’

একটি স্থানীয় সিরামিক উৎপাদনকারী কোম্পানির প্রধান ফ্রাঙ্ক ঘেন্টজোন সাংবাদিকদের বলেন, চীনের অর্থনৈতিক প্রাণশক্তি, বাজারের সুবিধা এবং উচ্চ মানের উন্নয়নের নীলনকশা খুবই আকর্ষণীয়।

তিনি বলেন, ‘চীনামাটির বাসন এবং সিরামিকের একটি বড় দেশ হিসেবে, চীন নিঃসন্দেহে আমাদের আদর্শ অংশীদার। আমি বিশ্বাস করি যে, ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ, বিশেষ করে চীন-ইউরোপ রেলওয়ে এক্সপ্রেস শক্তিশালী সমর্থন দেবে। আমরা বিশ্বাস করি যে, জার্মানি ও চীনের মধ্যে বিনিময়, ব্যবসায়ী সম্প্রদায়-সহ, বিক্রয় চ্যানেলগুলি খুলবে, পারস্পরিক যোগাযোগ এবং শেখার বিষয় প্রচার করবে। এতে করে বিশাল চীনা বাজারে প্রবেশ করা যাবে এবং অন্যদিকে উত্পাদন বাড়ানো যাবে। যদিও চীন ও জার্মানি হাজার হাজার মাইল দূরে রয়েছে, ‘এক অঞ্চল, এক পথ’ কার্যকরভাবে দুই পক্ষের মধ্যে দূরত্ব কমিয়ে দিয়েছে, দুই পক্ষের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেছে, বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে এবং পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও গভীর করেছে।’

Share this story on

Messenger Pinterest LinkedIn