বাংলা

চীনা-শৈলীর আধুনিকীকরণ--সুন্দর চীনা সংস্কৃতি

CMGPublished: 2023-03-07 15:20:06
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

দ্রুত সেলাই করে রঙিন সূচিকর্ম তৈরি করা হচ্ছে এবং সূচিকর্মের পদ্ধতিগুলি পরিবর্তনশীল। সূচিকর্মের প্যাটার্নে ড্রাগন ও ফিনিক্স, মাছ ও পাখি ইত্যাদি দেখা যায়। সূচিকর্মের বিষয়বস্তুও সমৃদ্ধ। এটা হলো মিয়াও জাতির সূচিকর্ম, মিয়াও জাতির দীর্ঘস্থায়ী হস্তশিল্পের দক্ষতা থেকে এটি চলে এসেছে। জাতীয় অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় ঐতিহ্যবাহী জাতীয় সংস্কৃতি ও শিল্পের প্রথম দফা মিয়াও সূচিকর্মের হাতের কাজ এখন পাহাড় থেকে বাইরের বিশ্বে ছড়িয়ে পড়েছে।

“মিয়াও সূচিকর্ম ঐতিহ্যবাহী ও ফ্যাশনেবল। আপনারা একের পর এক থ্রেড সেলাই ও সূচিকর্ম করেন, তা কতই-না চমৎকার!” সাধারণ সম্পাদক সি চিন পিং সবাইকে মিয়াও সূচিকর্ম এগিয়ে নিতে উত্সাহ দেন।

ছিয়াং সূচিকর্ম, শু সূচিকর্ম, মিয়াও সূচিকর্ম... ‘সূচিকর্মতে’ রয়েছে উন্নত জীবনের জন্য মানুষের সংগ্রাম, সেই সঙ্গে চীনা সভ্যতার উত্তরাধিকার। চীন বিশ্বের প্রথম দেশ যেখানে রেশম কীট প্রজনন করা হয় এবং রেশম বয়ন কৌশল উদ্ভাবন করা হয়। সূচিকর্ম হাজার বছর ধরে চলছে। চীনা-শৈলীর আধুনিকীকরণ চমৎকার ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির গভীরে প্রোথিত, বস্তুগত সভ্যতা এবং আধ্যাত্মিক সভ্যতার সমন্বয় এটির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং এটি আমাদের অক্লান্ত সাধনা।

গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্টের গভীরে অবস্থিত হাইনান প্রদেশের উ ঝি শান শহরের মাও না গ্রাম হল একটি লি জাতির একটি গ্রাম। লি জাতির নিজস্ব লিখিত ভাষা নেই এবং লি ব্রোকেড প্যাটার্নগুলি হল লি জাতির বিভিন্ন উপভাষার প্রতীক, যা প্রাণবন্তভাবে তাদের উতপাদন কার্যক্রম এবং লোক প্রথাকে প্রদর্শন করে। লি জাতীয়তার বিভিন্ন উপভাষা এলাকার সাংস্কৃতিক বাস্তুশমাস্ত্র তাদের ‘ব্রোকেড’-এ প্রদর্শিত হয়, এবং প্রতিটি লি ব্রোকেডের কর্ম একটি গল্প। এটা বলা যেতে পারে যে, লি ব্রোকেড একটি অনন্য ‘ঐতিহাসিক বই’ যা লি জাতির ইতিহাস ও সংস্কৃতিকে সংকুচিত করে।

২০০৯ সালে, লি জাতির ঐতিহ্যবাহী স্পিনিং, ডাইং, বুনন ও সূচিকর্মের কৌশল ইউনেস্কোর সুরক্ষার জরুরি প্রয়োজনে অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রথম ব্যাচ হিসাবে তালিকাভুক্ত করা হয়। ২০০৯ সালে, এই ব্রোকেড জানেন এমন লোক এক হাজার জন কম ছিল, বর্তমানে এটি বেড়েছে প্রায় ২০ হাজার জন।

লি ব্রোকেড স্পিনিং, ডাইং, বুনন ও সূচিকর্মের দক্ষতা জাতীয় অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য এবং চীনা বস্ত্রের ইতিহাসে ‘জীবন্ত জীবাশ্ম’ হিসাবে পরিচিত।

২০২২ সালের এপ্রিলে, যখন সাধারণ সম্পাদক সি চিন পিং মাওনা গ্রামটি পরিদর্শন করেন, তখন তিনি দেখেন যে, একটি ৭ বছর বয়সী ছেলে তার দাদির কাছ থেকে ব্রোকেড শিখছে। সাধারণ সম্পাদক তাকে জিজ্ঞাসা করেন, বড় হওয়ার পর তার স্বপ্ন কী? ছোট ছেলেটি উত্তর দেয়, ‘আমি ঠাকুমার মতো ব্রোকেডের কাজ করতে চাই।’

‘খুব ভাল,’ সাধারণ সম্পাদক সি বলেন, ‘অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য, চীনা জাতির হস্তশিল্প যা ঐতিহ্যবাহী ও ফ্যাশনেবল উভয়ই।’

সাম্প্রতিক বছরগুলিতে, হাইনানে পুঁজি বিনিয়োগ বাড়ানো হয়েছে এবং আরও বেশি সংখ্যক তরুণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লি ব্রোকেডের সৌন্দর্য ‘পোস্ট’ করতে পছন্দ করে। বর্তমানে ‘লি জাতীয়তার ব্রোকেড ক্যাম্পাসে প্রবেশ করা’ একটি স্বাভাবিক কার্যক্রম হয়ে উঠেছে এবং এটি হাইনানের অনেক শহর ও কাউন্টির স্কুলে প্রচলিত হয়েছে। এটি এখন একটি বিশেষ কোর্স। অনন্য সাংস্কৃতিক মান হল লি ব্রোকেডের আকর্ষণ এবং উত্তরাধিকারের ভিত্তি।

প্রাচীনকাল থেকেই থেওচৌয়ের একটি অবিচ্ছিন্ন সংস্কৃতি এবং গভীর ঐতিহ্য রয়েছে। ২০২০ সালের ১২ অক্টোবরে সিপিসি’র সাধারণ সম্পাদক সি চিন পিং কুয়াংতুং প্রদেশের থেওচৌ শহর পরিদর্শন করেছেন এবং কয়েকজন স্থানীয় অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকারী প্রতিনিধিদের সঙ্গে আন্তরিক মতবিনিময় করেন।

২০২০ সালের অক্টোবর মাসে এমব্রয়ডারি খাং হুইফাং জনাব সি চিন পিংয়ের সঙ্গে দেখা করেন, তখন সি কুয়াংজি ভবনের প্রদর্শনী হল দেখতে এসেছিলেন।

খাং হুইফাং ১৫ বছর বয়স থেকে ২০২০ সাল পর্যন্ত ৬০ বছর ধরে এমব্রয়ডারি করছেন। কয়েক দশক ধরে, তার থেওচৌ এমব্রয়ডারি বুটিকগুলি জাতিসংঘ মহাসচিব এবং কানাডার প্রধানমন্ত্রীর মতো আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিদের উপহার হিসাবে উপস্থাপন করা হয়েছে। তিনি বলেন, “২০১৫ সালে, আমি জাতিসংঘ আয়োজিত একটি প্রদর্শনীতে অংশ নিয়েছিলাম, এবং 'সাংস্কৃতিক দূত' উপাধিতে ভূষিত হয়েছিলাম, যা থেওচৌয়ের জন্য গৌরব অর্জন করেছিল।" অতীতের কথা স্মরণ করে খাং হুইফাং কিছুটা উত্তেজিত হয়ে ওঠেন, ‘শক্তিশালী দেশ না থাকলে এমন একটি মঞ্চ প্রদর্শন করা অসম্ভব, আমরা আমাদের লোকশিল্পের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য উত্তরাধিকারীদের প্রতি গুরুত্বারোপ করার জন্য আমি আমাদের দেশকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।”

"আপনারা চীনা জাতির হাজার বছরের সংস্কৃতির উত্তরাধিকারী, এবং আপনারা 'সাংস্কৃতিক দূত'-এর যোগ্য। আপনাদের অবদানের জন্য ধন্যবাদ!" সাধারণ সম্পাদক বলেছিলেন।

আজ, অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য-সহ চমৎকার ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতি, সৃজনশীল রূপান্তর এবং উদ্ভাবনী বিকাশের মাধ্যমে এর অন্তর্নিহিত শক্তিশালী জীবনীশক্তি সক্রিয় করছে, আমাদের সাংস্কৃতিক আত্মবিশ্বাস বাড়ছে।

২০২১ সালের ৩ ফেব্রুয়ারি, সাধারণ সম্পাদক সি চিন পিং কুইচৌ প্রদেশের সিনরেন মিয়াও গ্রাম পরিদর্শন করেন, স্থানীয় বৈশিষ্ট্যযুক্ত মিয়াও এমব্রয়ডারি শিল্পের উন্নয়ন এবং ঐতিহ্যবাহী জাতীয় সংস্কৃতির উত্তরাধিকার সম্পর্কে জানতে এসেছেন। সাধারণ সম্পাদক মিয়াও সূচিকর্ম এগিয়ে নেওয়ার জন্য সবাইকে উৎসাহ দেন। এটি একটি শিল্প ও সংস্কৃতি। এটি শুধু জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্যবাহী সংস্কৃতি উন্নত করে না, বরং- দারিদ্র্যবিমোচন এবং গ্রামীণ পুনরুজ্জীবনেও অবদান রাখে।

২০২১ সালে, মিয়াও এমব্রয়ডারি শংহাই ফ্যাশন সপ্তাহে হাজির হয়। গত দুই বছরে, মিয়াও গ্রামে মিয়াও এমব্রয়ডারি পণ্যের অনলাইন বিক্রির প্ল্যাটফর্ম বেশ পরিচিত হয়ে ওঠে। শুধু ঐতিহ্যবাহী পোশাকই নয়, মিয়াও এমব্রয়ডারি সম্পর্কিত সাংস্কৃতিক ও সৃজনশীল পণ্যও এখান থেকে সারা দেশে যায়। এমব্রয়ডার ইয়াং ওয়েনলির দারিদ্র্যবিমোচন কর্মশালা প্রতি বছর এক হাজারেরও বেশি সেট অর্ডার সম্পন্ন করে, যার বার্ষিক আউটপুট মূল্য ১ মিলিয়ন ইউয়ানেরও বেশি। অর্ধ শতাধিক গ্রামীণ নারী মিয়াও সূচিকর্মের সঙ্গে একটি নতুন জীবন শুরু করেছেন।

বস্তুগত সমৃদ্ধি এবং আধ্যাত্মিক সমৃদ্ধি হল সমাজতান্ত্রিক আধুনিকায়নের মৌলিক বৈশিষ্ট্য।

চমৎকার ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতি বহন করে এমন একটি "সূচিকর্ম" প্রজন্মের পর প্রজন্ম ধরে স্মৃতি জমা করে রাখে। হাজার হাজার বছর পর, আধুনিকায়নের যাত্রায় ক্রমাগত নতুন উজ্জ্বলতা দেখা দিয়েছে।

Share this story on

Messenger Pinterest LinkedIn