বাংলা

চীনের একজন ইরানি বন্ধু আইশালি: চীনে অন্তর্ভুক্তিমূলক এবং বহুসংস্কৃতির সন্ধান করছি

CMGPublished: 2023-03-07 15:23:50
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আইশালি এক ইরানি মেয়ে। তিনি ১৯ বছর ধরে চীনের নিংবোতে বাস করছেন। চীনে, তিনি অনেক বন্ধু পেয়েছেন, চীনের মহান নদী এবং পর্বতমালায় ভ্রমণ করেছেন, চীনের অন্তর্ভুক্তিমূলক এবং বহুসংস্কৃতির সৌন্দর্য উপভোগ করেছেন এবং গভীরভাবে চীনের প্রেমে পড়েছেন।

"হাই, আমি আইশালি, আমি ইরানি, এই বছর আমার বয়স ২২ বছর। আমি ১৯ বছর ধরে চীনে বসবাস করছি। আমি বর্তমানে ঝেজিয়াং ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনে একজন নবীন শিক্ষার্থী।" কথাগুলো বলছিলেন আইশালি।

তিনি সাবলীল চীনা ভাষায় কথা বলেন এবং মাঝে মাঝে কয়েকটি ‘খাঁটি’ নিংবো উপভাষাতেও কথা বলেন, ফটোগ্রাফি পছন্দ করেন, ‘লাল-সেলেব্রিটি দোকান অন্বেষণ’ পছন্দ করেন এবং চীনা সংস্কৃতি পছন্দ করেন ইরানি মেয়ে আইশালি। ১৯ বছর আগে, আইশালি তার বাবা-মা’র সঙ্গে চীনে আসেন। আইশালি বলেন,

‘অল্প কথায় আমার ১৯ বছরের জীবনের সংক্ষিপ্তসার করা কঠিন। আমি সহজভাবে বলব: সমৃদ্ধ ও রঙিন। আমি ছোটবেলা থেকেই আমার বাবা-মা’র সঙ্গে নিংবোতে বাস করছি এবং এখন পর্যন্ত আছি। আমার শুধু চীনের স্মৃতিই আছে।”

১৯ বছরে, উঁচু ভবনগুলি তৈরি হয়েছে, ‘বাড়ির সামনে’ পাতাল রেল নির্মিত হয়েছে এবং সুবিধাজনক ও দ্রুত মোবাইল পেমেন্ট ব্যবস্থা গড়ে উঠেছে... আইশালি সর্বত্র চীনা জনগণের আনন্দ অনুভব করতে পারে। তিনি বলেন,

‘দারুণ পরিবর্তন হয়েছে। উদাহরণ স্বরূপ, অনেক গুরুত্বপূর্ণ পাতাল রেলের রুট দেখা দিয়েছে এবং তা আরও বেশি সুবিধাজনক। নগরীর সৌন্দর্য দিন দিন বাড়ছে। অবশ্যই, এগুলি অতিমাত্রায়। আমি দেখছি যে, মানুষের জীবন সুখের হচ্ছে। আমি অনুভব করি যে, চীনে বেশিরভাগ মানুষ আরামে বসবাস করতে পারে।”

তার বাবা-মায়ের প্রভাবে, আইশালি শৈশব থেকেই ইতিহাস এবং সংস্কৃতি ভালোবাসতেন। বাড়িতে অনেক ইতিহাসের বই রয়েছে। তিনি চীনের ইতিহাস সবচেয়ে বেশি পছন্দ করেন, শুধুমাত্র চীনের পাঁচ হাজার বছরের দীর্ঘ ও গভীর ইতিহাসের কারণেই নয়, চীনের অন্তর্ভুক্তিমূলক ও বহুসংস্কৃতির কারণে তা তাকে গভীরভাবে আকৃষ্ট করেছিল। তিনি বলেন,

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn