বাংলা

"থিয়ানগং খাইউ": চীনের কৃষি ও হস্তশিল্প প্রযুক্তির প্রথম বিশ্বকোষ

CMGPublished: 2023-03-04 18:02:26
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

“物自天生,工开于人”বিভিন্নজিনিসপ্রকৃতিথেকেআসে,এবংমানুষেরসেগুলোকাজেলাগায়।অন্যভাবেবললে,প্রকৃতিরসবকিছুরবিকাশেরজন্য,মানুষেরজ্ঞানওপ্রযুক্তিব্যবহারকরাউচিত।এটিপ্রাচীনচীনাবিজ্ঞানীদেরপ্রকৃতিওমানুষেরমধ্যেসম্পর্কেরউপলব্ধি,এবংএখানথেকেতাদেরসৃজনশীলজ্ঞানেরধারণাওপাওয়াযায়।"থিয়ানগংখাইউ"(The Exploitation of the Works of Nature)আমাদেরজানিয়েদেয়যে,"চারটিমহানআবিষ্কার"ছাড়াও,প্রাচীনচীনেরমহানসৃষ্টিতেওঅক্ষয়ধনরয়েছে।আমরাপ্রাচীনওআধুনিকবিজ্ঞানীদেরসাধারণস্বপ্নওঅনুভবকরি:সত্যতাসন্ধানকরাএবংমানুষেরকল্যাণেরজন্যকাজকরা।আজকেরঅনুষ্ঠানেআমরাকৃষিওহস্তশিল্পপ্রযুক্তিসম্পর্কেচীনেরপ্রথমবিশ্বকোষ"থিয়ানগংখাইউ"-এরওপরআলোকপাতকরব।

মিং রাজবংশ আমলের বিজ্ঞানী সং ইং শিং-এর লেখা "থিয়ানগং খাইউ", কৃষি ও হস্তশিল্পের ওপর চীনের প্রথম ব্যাপক কাজ, এবং এটি "চীনের ১৭তম শতকের হস্তশিল্পের বিশ্বকোষ" নামে পরিচিত। যে যুগে এই বইটি লেখা হয়েছিল, সেটি ছিল ইউরোপীয় রেনেসাঁর যুগ, একটি মহান পরিবর্তনের যুগ, যখন বৈজ্ঞানিক বিপ্লব ও প্রযুক্তি দ্রুত বিকাশলাভ করতে শুরু করে। সর্বোপরি, চীনা বৈজ্ঞানিক সমাজ এই বিশ্বব্যাপী বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত পুনরুজ্জীবন আন্দোলনে নিজস্ব ধারায় অংশগ্রহণ করে এবং সামর্থ্যের মধ্যে অবদান রাখে।

"থিয়ানগং খাইউ" বইটিতে আঠারোটি খন্ড এবং ১২৩টি ছবি রয়েছে। এটির প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল প্রায় ৪০০ বছর আগে। এই বইয়ে সাধারণ মানুষের পানি নেওয়া ও চাল তোলার নিত্যদিনের হাতিয়ার থেকে শুরু করে সামুদ্রিক লবণ ও লোহা তৈরি এবং বুননের উত্কৃষ্ট প্রযুক্তির মতো কোনো বৈজ্ঞানিক বিষয়ই বাদ যায়নি।

"থিয়ানগংখাইউ"এরমুখবন্ধেএকটিঅত্যন্তশক্তিশালীবাক্যরয়েছে-“此书于功名进取毫不相关也”এইবইটিরসাথেখ্যাতিওভাগ্যেরকোনোসম্পর্কনেই।সরকারিপরীক্ষায়ছয়বারঅকৃতকার্যহওয়ারহতাশারমধ্যেও,সংইংশিংপরাজিতহননি।তিনিপরীক্ষারজন্যবিভিন্নজায়গায়যা-দেখেছেনওশুনেছেন,তাথেকেশিল্পওকৃষিউত্পাদনেরবিশালমূল্যউপলব্ধিকরেন।সুংইংশিংবহুবছরধরেদেশেরবিভিন্নঅঞ্চলপরিদর্শনকরেযেসমস্তউত্পাদনপদ্ধতিএবংশিল্পওকৃষিকৌশলশিখেছিলেন,তারেকর্ডকরেনএবংঅবশেষে"থিয়ানগংখাইউ"লিখেফেলেন।লাভেরজন্যনয়,দেশওমানুষেরকল্যাণেএবংসংশ্লিষ্টদেরব্যবহারিকপ্রযুক্তিশেখানোলেখকেরমূলউদ্দেশ্যছিল।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn