বাংলা

আমি দীর্ঘদিন ধরে তুনহুয়াংয়ের জন্য অপেক্ষা করছি: সি চিন পিং

CMGPublished: 2023-02-28 13:33:09
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তুনহুয়াং- বায়ু এখানকার চালক; যা বালিতে গড়াতে পারে- এমন সবকিছু এখানে উড়ে যায়। আর যা সরানো যায় না, তাতে তাতে চিত্র খোদাই হয়ে যায়। মিংশা পাহাড়ের পাদদেশে এবং ডাংছুয়ান নদীর পাশে, মোকাও গ্রোটোগুলি নীরবে দাঁড়িয়ে আছে। ৭৩৫টি গ্রোটো হাজার বছরের ইতিহাস ধারণ করছে। সি চিন পিং একবার বলেছিলেন, ‘তুনহুয়াং, আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি।’

২০১৯ সালে সি চিন পিং কানসু প্রদেশ পরিদর্শন করেন। সেই যাত্রার প্রথমেই পড়ে তুনহুয়াং মোকাও গ্রোটো।

সিম্পোজিয়ামের আগে সি চিন পিং গুহা পরিদর্শন করেন এবং সাইটে তুনহুয়াং ম্যুরালগুলির সুরক্ষার ব্যবস্থার খোঁজখবর নেন। তিনি প্রথমে নয় তলার দিকে তাকান। নয় তলা ভবনটি মোকাও গ্রোটোসের সবচেয়ে আইকনিক ভবন। একবার বৃষ্টির কারণে, ম্যুরাল ও বৌদ্ধমূর্তি বৃষ্টিতে ক্ষয় হয়। চীনের কমিউনিস্ট পার্টির অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর, নয় তলা ভবনটি ইতিহাসের ষষ্ঠ দফায় উদ্ধার ও মেরামতকাজ শুরু করেছে। তখন পর্যটকদের জন্য তা সাময়িক বন্ধ করা হয়।

তুনহুয়াং-এর ম্যুরালগুলিতে, শিল্পের পাশাপাশি লোকেরা আরও দেখতে পারে যে, চীন কীভাবে দুই হাজার বছরেরও বেশি আগে বিশ্ব বাণিজ্যকে প্রভাবিত করেছিল।

মোকাও গ্রটোস-এর নম্বর ২৮৫নং গুহা, যা পশ্চিম ওয়েই রাজবংশের সময় তৈরি হয়েছিল এবং প্রায় দেড় হাজার বছরের ইতিহাস রয়েছে। গুহার ম্যুরালগুলিতে চীনা পৌরাণিক কাহিনীতে মানুষের পূর্বপুরুষ ফুসি এবং ন্যু উয়া’র ছবি রয়েছে; তাওবাদী বজ্রের দেবতা এবং ভারতের উড়ন্ত অপ্সরারা ইত্যাদি রয়েছে। বৈচিত্র্যময় সংস্কৃতি এখানে এখানে মিলে মিশে একাকার হয়েছে।

সি বলেছেন: তুনহুয়াং সংস্কৃতি চীনা সভ্যতার সাংস্কৃতিক শক্তি ও আস্থা প্রদর্শন করে। শুধুমাত্র একটি আত্মবিশ্বাসী সভ্যতাই তার নিজস্ব জাতীয় বৈশিষ্ট্য বজায় রেখে বিভিন্ন সভ্যতাকে লালন করতে, শিখতে ও গ্রহণ করতে পারে।

সি চিন পিং প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মাত্র ছয় মাস পর কাজাখস্তানে, অর্থাত্ তুনহুয়াং থেকে তিন হাজার কিলোমিটারেরও বেশি দূরে প্রাচীন সিল্ক রোড বরাবর আরেকটি দেশে যৌথভাবে ‘সিল্ক রোড ইকোনমিক বেল্ট’ নির্মাণের প্রস্তাব দেন।

সিল্ক রোডের উন্নতি হলে, তুনহুয়াং সমৃদ্ধ হবে। চীনা সভ্যতার একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসাবে, প্রেসিডেন্ট সি’র সাংস্কৃতিক কূটনীতিতে তুনহুয়াংয়ের উপাদান আরও বেশি দেখা যাচ্ছে।

Share this story on

Messenger Pinterest LinkedIn