বাংলা

আসছে চীনা পর্যটকবৃন্দ

CMGPublished: 2023-01-20 19:49:34
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

৮ জানুয়ারী থেকে, করোনভাইরাস সংক্রমণকে "বি শ্রেণী" হিসেবে ঘোষণা করেছে চীন।

বেশি আনন্দের ব্যাপার হচ্ছে, পরিবর্তিত পরিস্থিতিতে, অনেক দেশ চীনা পর্যটকদের দু’হাত বাড়িয়ে বরণ করে নিচ্ছে, তাদেরকে স্বাগত জানাচ্ছে। সম্প্রতি ব্রিটিশ ‘ফাইন্যান্সিয়াল টাইমস’-এ একটি প্রতিবেদন পড়েছিলাম, যেখানে বলা হয়েছে: "পুরো বিশ্ব চীনা পর্যটকদের জন্য অপেক্ষা করছে।" আসলেই বিশ্বজুড়ে এয়ারলাইন্স, হোটেল এবং বিলাসবহুল পণ্যের ব্যবসা কয়েক মিলিয়ন চীনা পর্যটকের ফিরে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে, আমি দেখেছি যে, থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী চীনা পর্যটকদের স্বাগত জানাতে একটি স্বাগত অনুষ্ঠান করেছেন। তিনি চীনা পর্যটকদের জন্য বিশেষভাবে তৈরি ভিডিওতে তিনি বলেছেন: "থাইরা চীনা বন্ধুদের ভালোবাসে।" এই ধরনের খবর দেখলে চীনারা সত্যিই খুব খুশী হয়।

এটিআমাকে"কনফুসিয়াসেরঅ্যানালেক্টস"-এরপ্রথমঅধ্যায়েরপ্রথমবাক্যটিরকথামনেকরিয়েদেয়:有朋自远方来,不亦乐乎?--"দূরথেকেবন্ধুদেরআসাটাখুবইআনন্দের।"বিস্তারিতদেখুনভিডিওতে।

Share this story on

Messenger Pinterest LinkedIn