বাংলা

সপ্তম সিঙ্গাপুর হক্কিয়েন (Hokkien) সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

CMGPublished: 2022-12-13 21:10:16
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গত ২ ডিসেম্বর, সিঙ্গাপুরের হাক্কিয়েন গিল্ড হলের (guild hall) উদ্যোগে ‘সপ্তম সিঙ্গাপুর হাক্কিয়েন সাংস্কৃতিক উৎসব’ শুরু হয়েছে। এই বছরের ফুজিয়ান হাক্কিয়েন সাংস্কৃতিক উৎসবের থিম হল "ফুজিয়ান স্টাইল, ফুজিয়ান আর্ট এবং ফুজিয়ান স্বাদ"। বিস্ময়কর গান-নাট্য পরিবেশনা, ফুজিয়ান অভিবাসীদের ইতিহাস ও সংস্কৃতির উপর বক্তৃতা ও খাঁটি ফুজিয়ান রন্ধনপ্রণালী বিপুল সংখ্যক সিঙ্গাপুরবাসীকে আকৃষ্ট করেছে এবং তারা স্বাদ উপভোগ করেছে। অনুষ্ঠানের আয়োজকরা এবং অংশগ্রহণকারীরা বলেন যে, তারা ফুজিয়ানের ঐতিহ্যবাহী সংস্কৃতি ছড়িয়ে দিতে চান। সেদিন অনুষ্ঠিত ফুজিয়ান হাক্কিয়েন সাংস্কৃতিক উৎসবের পারফরম্যান্স হলে, দক্ষিণ ফুজিয়ান পুতুল, ফুজিয়ান নার্সারি রাইমস, মার্শাল আর্ট, জিথার এবং চা শিল্পের মতো পারফরম্যান্স মঞ্চস্থ করা হয়। তাদের মধ্যে, সিঙ্গাপুরের নান ছিয়াও প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের পরিবেশিত পাপেট শো ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। সাংস্কৃতিক উৎসবে অংশ নিয়ে স্কুলের প্রতিনিধিত্বকারী পঞ্চম শ্রেণির ছাত্র চেন ইউফেই খুব খুশি এবং গর্বিত বোধ করে। সে বলে,

"আমরা জীবন্ত মানুষের মতো পুতুল দেখাতে চাই এবং গল্পের মাধ্যমে সত্য কথা বলতে পারি। এই পাপেট শো সম্পর্কে অনেকেই জানেন না এবং এই ঐতিহ্য একটু একটু করে হারিয়ে যাচ্ছে। তাই আমি খুব খুশি কারণ আমি উত্তরসূরি।"

পারফরম্যান্স স্টুডিও’র বাইরে ফুজিয়ানের বিভিন্ন খাবারের স্টলের সামনেও ছিল দীর্ঘ লাইন। মিসেস লিউ শুহুই, যার বয়স ষাটের বেশি, ফুজিয়ান রাইস নুডুলসের বেশ কয়েকটি বড় প্যাক কিনেছেন। তিনি বলেন, তিনি প্রায়শই তার নাতিকে সপ্তাহের দিনগুলিতে হাক্কিয়েন গিল্ড হলের এই ধরনের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়ে যান। তিনি আশা করেন যে এই কার্যক্রমগুলি তরুণ প্রজন্মকে চীনা সংস্কৃতি সম্পর্কে আরও শিখতে সাহায্য করবে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn