বাংলা

তেল আবিব চীন সাংস্কৃতিক কেন্দ্রে সিনচিয়াং শিল্প প্রদর্শনী অনুষ্ঠিত

CMGPublished: 2022-12-05 17:58:45
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

স্থানীয় সময় ২২ নভেম্বর তেল আবিব চীন সাংস্কৃতিক কেন্দ্রে ‘সুন্দর চীন—সিনচিয়াংয়ের প্রাকৃতিক সৌন্দর্য’ শিরোনামে শিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে, যা অনেক ইসরায়েলি দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছে। চীনা তৈলচিত্র শিল্পীদের সৃষ্ট ৩০টিরও বেশি সিনচিয়াংয়ের ল্যান্ডস্কেপ শিল্পকর্ম এবং সিনচিয়াংয়ের বিভিন্ন স্থানে তোলা চমত্কার ছবিগুলি বিভিন্ন কোণ থেকে সিনচিয়াংয়ের রীতিনীতি ও প্রথা দেখিয়েছে এবং সুন্দর সিনচিয়াংয়ের সাংস্কৃতিক আকর্ষণ তুলে ধরেছে।

২০২১ সালের এপ্রিল মাসে, ১৫জন চীনা তৈলচিত্র শিল্পী পেইন্টিং করতে সিনচিয়াংয়ে যান, সিনচিয়াংয়ের দৃশ্যাবলী, চরিত্র, লোকপ্রথা এবং চিত্রায়িত তথ্যচিত্রের থিম নিয়ে শিল্পকর্ম তৈরি করেন তারা। এর মধ্যে কিছু ফটোগ্রাফিক কাজ এবং কিছু সাংস্কৃতিক ও সৃজনশীল পণ্য তেল আবিব চীন সাংস্কৃতিক কেন্দ্রে প্রদর্শন করা হয়েছিল।

২২ নভেম্বর সন্ধ্যায় ‘সুন্দর চীন—সিনচিয়াংয়ের প্রাকৃতিক সৌন্দর্য’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে, চীন ও ইসরায়েলের সর্বস্তরের কয়েক ডজন অতিথি প্রথম ‘সুন্দর সিনচিয়াং’ এর ভিডিও প্রচারমূলক চলচ্চিত্রটি দেখেছিলেন। পরে, ইসরায়েলে চীনের রাষ্ট্রদূত ছাই রুন একটি বক্তৃতা দেন, সাম্প্রতিক বছরগুলিতে সিনচিয়াং বিভিন্ন খাতে যে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে তা তুলে ধরেন। তিনি বলেন, আপনি যদি সিনচিয়াং না যান তবে আপনি জানতে পারবেন না- চীন কত বড় ও সুন্দর। সিনচিয়াং উত্তর-পশ্চিম চীনে অবস্থিত। সব জাতি গোষ্ঠী সম্প্রীতি, স্থিতিশীলতা ও সহাবস্থান করছে। একে অপরকে ডালিমের বীজের মতো শক্তভাবে আলিঙ্গন করে আছে। সিনচিয়াং শিল্প প্রদর্শনীর তাত্পর্য সম্পর্কে কথা বলার সময় রাষ্ট্রদূত ছাই সাংবাদিকদের বলেন যে, প্রদর্শনীটি সঠিক সময়ে অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন,

1234...全文 6 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn