বাংলা

চীনা ঐতিহ্যবাহী সংস্কৃতির মাধ্যমে চীনা গল্প বলুন: সাধারণ সম্পাদক সি চিন পিং

CMGPublished: 2022-06-07 15:52:56
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘একটি পুরানো চীনা প্রবাদ আছে: 'আপনি যদি কয়েক ধাপ না দিতে পারেন, তাহলে আপনি হাজার মাইল ভ্রমণ করতে পারবেন না।' একটি আরবি প্রবাদ বলে, 'পিরামিড পাথরের তৈরি'। ইউরোপে একটি প্রবাদ আছে: 'মহান কাজ একদিনে হয় না'। ‘এক অঞ্চল, এক পথ’ নির্মাণ একটি মহান উদ্যোগ যার জন্য মহান অনুশীলন প্রয়োজন। আসুন আমরা ধাপে ধাপে এর বাস্তবায়ন এগিয়ে নেই; ফলাফলগুলিকে একটু একটু করে উপলব্ধি করি এবং বিশ্ব ও মানুষের উপকার করি!"

বিশ্ব আজ বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সময়ের পরিবর্তন এবং শতাব্দীর মহামারী একে অপরের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং বিশ্বে অশান্তি ও পরিবর্তনের একটি নতুন যুগ শুরু হয়েছে। কীভাবে সময়ের ধারা অনুসরণ করবেন? জাতিসংঘে গণপ্রজাতন্ত্রী চীনের বৈধ আসন পুনরুদ্ধারের ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে, সি চিন পিং জোর দিয়ে বলেছিলেন, আমাদের উচিত ইতিহাসের সাধারণ ধারা অনুসরণ করা, সহযোগিতা মেনে চলা উচিত, সংঘর্ষ নয়, উন্মুক্তকরণ মেনে চলা উচিত। ঘনিষ্ঠতা, পারস্পরিক সুবিধা এবং জয়-জয় ফলাফল মেনে চলার পাশাপাশি, ‘জিরো সাম গেম’ খেলা যাবে না। তিনি বিশেষভাবে থাং আমলের কবিতা উদ্ধৃত করেন,

‘青山一道同云雨,明月何曾是两乡。’আসুনআমরাহাতেহাতমেলাই,ইতিহাসেরসঠিকদিকেদাঁড়াই,মানুষেরঅগ্রগতিরপাশেদাঁড়াইএবংবিশ্বেরটেকসইওশান্তিপূর্ণউন্নয়নউপলব্ধিকরি।সেইসঙ্গেমানবজাতিরঅভিন্নলক্ষ‍্যেরকমিউনিটিনির্মাণএগিয়েনেওয়ারজন্যঅবিরামচেষ্টাকরি!"

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn