বাংলা

সি চিন পিংয়ের সাংস্কৃতিক অনুভূতি(১)

CMGPublished: 2022-05-24 16:45:52
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

যে ব্যক্তি চীনের ভূমিকে ভালবাসে সে প্রতিটি স্রোত, প্রতিটি ইঞ্চি জমি ও গৌরবময় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠা ভালবাসবে।”

এটি একটি স্নেহপূর্ণ কথা; সি চিন পিং তিন দশক আগে হ্যপেইয়ের ঝেংডিং-এ কাজ করার সময় বলেছিলেন। বহু বছর পর, চীন সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের নেতৃত্বে, গর্বিতভাবে ঘোষণা করেছিলেন- “চীনা জাতির হাজার বছরের ইতিহাসে চীনা চমৎকার ঐতিহ্যবাহী সংস্কৃতি অব্যাহত রয়েছে, এটি হলো চীনা জাতির মৌলিক বিষয় ও চেতনা।”

চীনা সভ্যতার ঐতিহাসিক আকাশের দিকে তাকিয়ে, চীনা সংস্কৃতি ও চীনা চেতনার পরীক্ষিত সারাংশ, সাধারণ সম্পাদক সি চিন পিং অতুলনীয় দৃঢ় সাংস্কৃতিক আত্মবিশ্বাসের সঙ্গে চীনা জাতির মহান পুনর্জীবনের পথে চীনা জনগণকে নেতৃত্ব দিয়েছেন। “চীনা সভ্যতার ৫ হাজার বছর না থাকলে, চীনা বৈশিষ্ট্য থাকতো না।”

২০০৩ সালের জুলাই মাসে, তৎকালীন চ্যচিয়াং প্রদেশের ইয়ু হাং অঞ্চলের পার্টি কমিটির সচিব একটি নোটিশ পান। এতে বলা হয়, তৎকালীন প্রাদেশিক পার্টি কমিটির সচিব সি চিন পিং লিয়াংচু সাইটটি পরিদর্শন করতে যাচ্ছেন। লিয়াংচু যাদুঘরের একটি ছোট সম্মেলন রুমে সি চিন পিং লিয়াংচু সংস্কৃতি সংরক্ষণের উপর একটি তথ্যচিত্র দেখেন এবং পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন শোনেন।

সেই সময়ে লিয়াংচু সুরক্ষা ও উন্নয়নের মধ্যে মতভেদ ছিল। সাইট এলাকায় ৩০টিরও বেশি পাথরের খনি রয়েছে, যেগুলি কোলাহলপূর্ণ ও ধুলোময়। স্থানীয় লোকেরা কৌতুক করে বলতো যে, তারা বাড়িতে টেবিল ও চেয়ারগুলি দীর্ঘ সময়ের জন্য না-মুছলে তাতে লেখা ও আঁকা যায়। প্রত্নতাত্ত্বিকরা দুঃখের সাথে সাংস্কৃতিক স্থান রক্ষায় ভাল কাজ না-করার জন্য এলাকার সমালোচনা করেছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn