বাংলা

এই প্রদর্শনী আপনাকে ‘মোগাও গ্রোটোস’-এর ‘অতীত এবং বর্তমান’ অভিজ্ঞতার দিকে নিয়ে যাবে

CMGPublished: 2022-04-02 15:29:26
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ছাও অপেরার দর্শকরা বেশিরভাগই বয়স্ক থাই চীনা এবং এই প্রাচীন অপেরা শিল্পের দর্শক সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কমেছে। বর্তমানে থাইল্যান্ডে মাত্র ৩০টি ছাও অপেরা ট্রুপ বাকি আছে। থাইল্যান্ডে শতাব্দী প্রাচীন ছাও অপেরা ভবিষ্যতে ঐতিহাসিক বলয়ে অদৃশ্য হয়ে যাবে, অথবা একটি নতুন উজ্জ্বলতা ছড়াবে। যা এই প্রজন্মের ছাও অপেরা লোকদের কাছে একটি ইস্যু তৈরি করেছে।

মধ্যরাতে, মঞ্চের আলো নিভে গেল, সু ছিং আন তার অপেরা পোশাক খুলে ফেলে এবং দুই বর্গমিটার আয়তনের তাঁবুতে ঢুকে পড়ে। কিছু দিনের পর, তিনি ট্রুপকে অনুসরণ করে পরবর্তী পারফরম্যান্স লোকেশনে যাবেন এবং এই মোবাইল মঞ্চে তার ‘থিয়েটার জীবন’ এগিয়ে যাবে।

ব্রাজিলিয়ান শিশুদের কাছে চীনা গল্প বলবে—অনুবাদক রু ছেন সি’র গল্প

ব্রাজিলিয়ান চীনাভাষার শিক্ষক রু ছেন সি অনেকগুলো চীনা বই পর্তুগিজ ভাষায় অনুবাদ করেছেন। বইগুলির মাধ্যমে ব্রাজিলিয়ান শিশুদের কাছে সুদূর চীনের গল্প জানানো হয়েছে।

রু ছেন সি ১৯৮৫ সালে ব্রাজিলের সাও পাওলোতে জন্মগ্রহণ করেছিলেন। তার নাম ভেরেনা পাপাসিদেরো। যখন সে চীনে অধ্যয়ন করত, তখন তার শিক্ষক তাকে চীনা নাম দেন ‘রু ছেন সি’।

রু ছেন সি ২০০৫ সালে চীনা ভাষা শেখা শুরু করেন তিনি সাও পাওলো বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ সালে চীনা ভাষায় মেজর নিয়ে স্নাতক হন। ২০১৩ সালে তিনি হুপেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং চীনা ভাষার স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। স্নাতক পাসের পর, তিনি সাও পাওলো স্টেট বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটে শিক্ষক হিসেবে কাজ শুরু করেন। বর্তমানে তিনিও সাও পাওলো বিশ্ববিদ্যালয়ে সাহিত্য ও অনুবাদে স্নাতকোত্তর কোর্সে অধ্যয়ন করছেন, সমসাময়িক চীনা কবিতা অনুবাদের দিকে মনোনিবেশ করছেন।

২০২১ সালের মে মাসে রু ছেন সি ব্রাজিলের কাইকাই পাবলিশিং হাউসের মাধ্যমে একটি শিশু ছবি বই ‘দ্য ম্যাজিকাল গ্রাস’-এর প্রথম অনুবাদ প্রকাশ করেন। এই বইটি একজন নোবেল পুরস্কার বিজয়ী হয়ে থু ইও ইউ-এর গল্প অবলম্বনে তৈরি করা হয়েছিল। এরপর, রু ছেন সি ব্রাজিলের শিশুদের কাছে চীনা সংস্কৃতির পরিচয় করিয়ে দেওয়ার জন্য পর্তুগিজ ভাষায় চীনা শিশু ছবি-বইয়ের সিরিজ অনুবাদ করেন।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn