বাংলা

মাতৃভূমির কোলে ফিরে আসার পর ম্যাকাও পর্তুগিজভাষী দেশ ও চীনের মধ্যে সংলাপের মাধ্যম হয়ে উঠেছে-China Radio International

criPublished: 2020-12-29 10:51:21
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকারের পর্তুগালের রেখে যাওয়া ঐতিহাসিক ঐতিহ্য রক্ষায় অসামান্য দক্ষতা রেখেছে। ঐতিহাসিক জেলা ম্যাকাও জাতিসংঘের "ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায়" অন্তর্ভুক্ত হয়েছে, ম্যাকাওয়ের নাগরিকদের বহুল প্রতীক্ষিত স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকার পুরানো শহরের ঐতিহাসিক ভবন পুনরুদ্ধার করেছে এবং ‘পর্তুগিজ নুড়ি রাস্তার স্কয়ার’ এবং রাস্তা বেশ প্রশস্ত রয়েছে। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সব স্তরে শিক্ষার আওতায় পর্তুগিজ শিক্ষার প্রচার করেছে এবং মূল ভূখণ্ডের জন্য পর্তুগিজ শিক্ষকদের প্রশিক্ষণ দিয়েছে। এ ছাড়া, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকার পর্তুগিজভাষী দেশগুলোর সঙ্গে সাংস্কৃতিক বিনিময়ে উত্সাহ দেয় এবং বিভিন্ন শিল্পের উত্সব আয়োজনে সমর্থন দেয়। যেমন, চীন-পর্তুগিজভাষী দেশ সংস্কৃতি সপ্তাহ, সাহিত্য উত্সব, বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী ইত্যাদি।

"এক দেশ, দুই সমাজব্যবস্থা" নীতি বাস্তবায়ন ম্যাকাওকে গুয়াংডং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়ায় সক্রিয়ভাবে অংশ নিতে সাহায্য করেছে। এটি ম্যাকাওয়ের ভবিষ্যত অর্থনৈতিক বৈচিত্র্য ও ভৌগোলিক খাতে অনেক গুরুত্বপূর্ণ। এতে প্রমাণিত হয়েছে যে, ম্যাকাও আর ক্যাসিনো-শিল্পের উপর নির্ভরশীল নয়, বরং তা টেকসই উন্নয়ন অর্জন করবে এবং এর সাংস্কৃতিক বৈচিত্র্য ও স্বতন্ত্র অবস্থা রক্ষা করবে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn