বাংলা

খ্যাতির পথে পোলিশ বালক ফিলিপের রাস্তা-China Radio International

criPublished: 2020-12-22 13:54:12
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সন্ধ্যায় ছেংদু শহরের মাঝখানে একটি চত্বর খুব প্রাণবন্ত ছিল, ক্রমাগত ভিড় দেখা যায়। কিন্তু চত্বরের এক কোণে সবাই ধীর হয়ে গেল। তারা কি দেখছে? আহ, এটি একটি লম্বা স্বর্ণকেশী ছেলে তার মোবাইল ফোনে চাইনিজ গান গাইছে। এই স্বর্ণকেশী ছেলেটির নাম ফিলিপ। চীনের সংক্ষিপ্ত ভিডিও প্ল্যাটফর্মে তার পাঁচ মিলিয়নেরও বেশি অনুরাগী রয়েছে। তিনি একজন স্থানীয় "বিদেশি" যাকে ভক্তরা "লাও নে" বলে ডাকে।

ছেংদুর সাথে ফিলিপের দুর্দান্ত বন্ধন ২০১৪ সালে শুরু হয়েছিল। কলেজ চলাকালীন, ফিলিপ চীনা ভাষার প্রতি গভীর আগ্রহ বোধ করে। স্নাতক হওয়ার পর তিনি চীনে কাজ করা শুরু করেন। তিনি তখন চীন সম্পর্কে খুব বেশি জানতেন না। চাকরির সাক্ষাত্কারের সময়, ছেংদুতে একজন ইংরেজি শিক্ষক পদের জন্য আবেদন করা ফিলিপের সাথে বেতন নিয়ে আলোচনা করতে উদগ্রীব ছিলেন না। তবে ছেংদুর খাবার, মানবিকতা এবং বিনোদন নিয়ে দারুণ আগ্রহী দেখা যায় তাকে। "আমি মনে করি এটি একটি আলাদা শহর, তাই আমি এখানে নিজেকে তৈরি করছি," ফিলিপ একথা বলেন।

প্রাচীনকাল থেকে এখন অবধি ছেংদু চীনের দক্ষিণ-পশ্চিমের অন্যতম গুরুত্বপূর্ণ শহর এবং এর প্রাচুর্য রয়েছে। এই শহরটিতে বিখ্যাত সিছুয়ান রান্না ও বিস্তৃত স্ন্যাকস রয়েছে। তবে অবসর জীবনের গতি এবং একটি খুব পরিচ্ছন্ন শহরের পরিবেশ রয়েছে।

ফিলিপ, যিনি জীবনকে ভালোবাসেন, সিছুয়ানের স্থানীয় বাসিন্দার মতোই এই শহরে বাস করেন। তাঁর অনেক চীনা বন্ধু রয়েছে এবং একজন চীনা মেয়ের প্রেমেও পড়েছেন তিনি। শুধু তাই নয়, ফিলিপ সিছুয়ানের আঞ্চলিক ভাষাও পছন্দ করেন। এখন এমন একটি স্কুলে পড়ছেন যা বিদেশিদের সিছুয়ানের ভাষা শেখায়। এখন, ফিলিপ ম্যান্ডারিনের চেয়েও ভালো সিছুয়ান উপভাষা বলতে পারেন।

একবার ফিলিপ সিছুয়ান উপভাষায় একটি র‍্যাপ শোনেন। তিনি এই র‍্যাপ গানটি অনুকরণ করার চেষ্টা করেন। এটি তার চীনা বন্ধুদের প্রশংসা পায়। ফিলিপ তখন ভাবতে পারেননি যে এটিই তাঁর প্রিয় ক্যারিয়ারের শুরু। ২০১৬ সালে, তিনি র‍্যাপার হিসেবে পরিচিতি লাভ করেন। সাবলীল চীনা ভাষায় কথা বলা এই পোলিশ লোকটির জন্য উন্নয়নের দ্বার খুলে দেয়। ফিলিপ চীনা গান গাওয়ার জন্য ইন্টারনেটে জনপ্রিয় হয়ে ওঠেন এবং চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ পান। চীনা দর্শকরা তাঁর প্রতি আরও গুরুত্ব দেয়।

ফিলিপের জন্য ছেংদু শহরও তার গায়ক খ্যাতি অর্জনে অনেক সহায়তা করেছিল।

"ছেংদু শিল্পের শহর, এখানে আসা আমার জন্য সঠিক ছিল। শিল্পীদের এখানে বিস্তৃত মঞ্চ রয়েছে।" ছেংদুতে, বিভিন্ন সংস্কৃতি, ধারণা ও পছন্দ সহিষ্ণুভাবে বিকাশ হয়। রাস্তার পারফর্মারদের বিকাশে সমর্থন করার জন্য, ছেংদু সরকার প্রাসঙ্গিক নীতিগত সহায়তাও দেয়।

"ছেংদু সরকারের একটি স্ট্রিট আর্টিস্ট প্রকল্প রয়েছে, যা গায়কদের জন্য রাস্তার পারফরম্যান্সের সুযোগ দেয় এবং তাদের মোবাইল ফোনে প্রাসঙ্গিক মিনি প্রোগ্রামগুলি খুঁজে পেতে সহযোগিতা করে।" ফিলিপ আবেগের সাথে এ কথা বলেন। গত বছরের শুরুতে, ফিলিপ ইংরেজি শিক্ষকতার চাকরি ছেড়ে দিয়ে গায়ক হিসাবে কাজ শুরু করেন।

"আমার প্রধান কাজ হলো সরাসরি সম্প্রচার করা এবং সংক্ষিপ্ত ভিডিও তৈরি করা। এখানে প্রায় প্রতিদিনই সরাসরি সম্প্রচার হয় এবং প্রতি দুই দিনে ছোট ভিডিও তৈরি করা হয়।" তার বেশিরভাগই সরাসরি সম্প্রচার এবং সংক্ষিপ্ত ভিডিওগুলো রাস্তার পারফরম্যান্সের সময় রেকর্ড করা হয়। তারপরে চীনের সর্বাধিক জনপ্রিয় সংক্ষিপ্ত ভিডিও এবং লাইভ ব্রডকাস্ট প্ল্যাটফর্মগুলোতে- যেমন টিকটক ও খুয়াইসোতে প্রকাশিত হয়।

তার অভিনয় সম্পর্কে ফিলিপ গর্বের সঙ্গে বলেন, "রাস্তার পরিবেশনাগুলো কেবল রাস্তার দৃশ্যেই খুব জনপ্রিয় নয়, অনলাইনেও খুব জনপ্রিয়। আমার সবচেয়ে জনপ্রিয় সংক্ষিপ্ত ভিডিওটি রাস্তায় ধারণ করা হয়েছিল। সেটি ৯০ মিলিয়নেরও বেশি ভিউ এবং ৩ মিলিয়ন লাইক পেয়েছে। চীনারা এমন পারফরম্যান্স পছন্দ করে, এটি একটি জনপ্রিয় প্রবণতা। "

এখন, ফিলিপ একজন সত্যিকারের ইন্টারনেট সেলিব্রিটি গায়ক, এমনকি চীনের সর্বাধিক বিখ্যাত পোলিশ গায়ক সে। ফিলিপের বিকাশে ছেংদু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটি তার দ্বিতীয় বাসস্থান এবং এ জায়গা ছাড়া তিনি বাঁচতে পারবেন না। ফিলিপ ছেংদুতে ছয় বছর বাস করছেন। এই শহরও দ্রুত পরিবর্তন হচ্ছে।

"আমি সঠিক জায়গায় ও সঠিক সময়ে সঠিক কাজটি করছি। এ শহরের বিকাশ হচ্ছে এবং আমি এই শহরের সঙ্গে নিজেকে উন্নত করছি। আমরা একে অপরের পরিপূরক।

ফিলিপ নিজের ও শহরের ভবিষ্যত উন্নয়নে দারুণ আত্মবিশ্বাসী।

Share this story on

Messenger Pinterest LinkedIn