বাংলা

পেরু চীনের সঙ্গে অনলাইনে আর্থ-বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা-China Radio International

criPublished: 2020-12-07 14:58:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মিসেস বাই বিলান বলেন, জেডি ডটকমের পেরুর অনলাইন মাল্টি-প্রোডাক্ট ওভারসিজ প্যাভিলিয়নের অংশীদারিত্ব চীনের অনলাইন বাণিজ্যের নতুন প্রবণতার সঙ্গে সঙ্গতিপূর্ণ। বিশেষ করে, নভেল করোনাভাইরাস মহামারীর প্রভাব উভয় দেশের মধ্যে বাণিজ্যকে আরও উত্সাহিত করবে।

জেডি ইন্টারন্যাশনাল বিজনেস মার্কেটিং অ্যান্ড অপারেশনসের প্রধান জনাব ইয়ু রংহুয়া বলেন, জেডি ইন্টারন্যাশনালে পেরু ওভারসিজ প্যাভিলিয়নের আনুষ্ঠানিক এন্ট্রি চীন ও লাতিন আমেরিকার মধ্যে আর্থ-বাণিজ্যিক বিনিময়ে উত্সাহ দেওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লাতিন আমেরিকা “এক অঞ্চল, এক পথের” একটি গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী। বাণিজ্য- বিশেষত আন্তঃসীমান্ত বাণিজ্যের মাধ্যমে আমরা লাতিন আমেরিকার আরও অনেক দেশ চীনের বাজারে প্রবেশ করতে এবং ব্যবসায়ের ব্যয় আরও কমিয়ে আনতে পারব। বাণিজ্যিক দক্ষতাও উন্নত হবে। আর খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ই-কমার্স শিল্প চীনা গ্রাহকদেরকে কেবল লাতিন আমেরিকা ও পেরুর পণ্যগুলো নয়, এসব দেশের জীবনধারা ও খাদ্যাভ্যাস আরও ভালোভাবে বুঝতে সহায়তা করতে পারে।

চীনে লাইভ পণ্য সরবরাহের বিশাল প্রভাব রয়েছে। পেরু আশা করে, আরও চীনা গ্রাহক পেরুর মূল্যবান পণ্যগুলো সম্পর্কে জানতে পারবে এবং তা ব্যবহার করবে।

মিসেস বাই বিলান বলেন, লাইভ বিক্রি খুব উত্তেজনাময় একটি ব্যাপার। আমরা চীনে থাকি এবং আমরা চীনের লাইভ ডেলিভারি মডেলের প্রভাব সম্পর্কে ভালোভাবে জানি। আমরা আশা করি যে, এভাবে চীনা বাজারে গ্রাহকদের আকর্ষণ করতে পারব; যারা উচ্চমানের জীবন পছন্দ করে এবং আমাদের উচ্চমানের পণ্য প্রচার করতে পারে।

এ ছাড়া, জেডি ইন্টারন্যাশনাল এবং পেরুর রফতানি ও পর্যটন প্রচার কমিটি এদিন সহযোগিতা স্মারক স্বাক্ষর করেছে। এতে উভয় পক্ষ ভবিষ্যতে আরও কার্যকর সহযোগিতা করতে পারবে বলে আশা করা হচ্ছে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn