বাংলা

কুয়াংচৌতে দেখা করুন, চীনকে বুঝুন-China Radio International

criPublished: 2020-12-01 14:55:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তিন দিনব্যাপী ‘চীনকে বুঝুন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন ২০২০’ ২০ নভেম্বর কুয়াংচৌতে শুরু হয়েছে। চীনের উন্নয়ন কৌশল বোঝার জন্য বিশ্বের অন্যতম প্রভাবশালী প্ল্যাটফর্ম হিসাবে, এই উচ্চ-সমাপ্ত ফোরাম দ্বিতীয়বারের মতো কুয়াংচৌতে অনুষ্ঠিত হয়। চীনকে বোঝার জন্য বিশ্বের জন্য আরও একটি দারুণ সুযোগ দেয় এ ফোরাম।

আমি বিশ্বাস করি, কুয়াংচৌ বাংলাদেশি বন্ধুদের কাছে পরিচিত। অনেকেই কুয়াংচৌ সম্পর্কে জানেন এবং এখানে এসেছেন। কারণ, এখানে প্রতিবছর বিখ্যাত ক্যান্টন ফেয়ার অনুষ্ঠিত হয়। চীনের চারটি প্রধান শহরের মধ্যে একটি কুয়াংচৌ। কুয়াংচৌ কেবল ক্যান্টন ফেয়ারের জন্যই বিখ্যাত নয়। সব দিক থেকেই শহরটি বেশ আকর্ষণীয়। আসুন "চীনকে বুঝুন" আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়া দুই বিদেশি অতিথির মতামত শুনুন।

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জনাব আজিজ বহুবার কুয়াংচৌ সফর করেছেন। তিনি বলেন, সবচেয়ে স্মরণীয় বিষয় হলো কুয়াংচৌয়ের উত্তেজনা ও সমৃদ্ধি। তিনি বলেন, "যতবারই আমি পাইইয়ুন বিমানবন্দরে পৌঁছাই, এমনকি ভোর দুটো নাগাদ, সেখানে অনেক যাত্রী দেখা যায়। আমি তাদের জিজ্ঞাসা করেছি। তারা অনেকে বলেছেন যে, এখানে উচ্চ-মানের কিন্তু কম দামের পণ্য কেনা যায়। আমি মনে করি, এটিই কুয়াংচৌ উন্নয়নের মূল বিষয়।

আমেরিকার বার্গগ্রুইন ইনস্টিটিউটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ডন নাকাগাওয়া বিশ্বাস করেন যে, কুয়াংচৌ চীনের নগর উন্নয়নের উদাহরণ। এর দুটি দিক রয়েছে। একদিকে, এর দীর্ঘ ইতিহাস ও গভীর সংস্কৃতি রয়েছে, অন্যদিকে দ্রুত বিকাশমান অর্থনীতি এবং একেবারে নতুন শহুরে দৃষ্টিভঙ্গিও রয়েছে। এটি চীনের উন্নয়নের সারসংক্ষেপ। তিনি বলেন, কুয়াংচৌ কেবল চীনের বাইরের বিশ্বে উন্মুক্তকরণের কেন্দ্রবিন্দু নয়, এটি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক শহরও বটে। এটি শেনচেন বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং শাংহাই পুতং নতুন অঞ্চল থেকে সম্পূর্ণ আলাদা। শেনজেন ৪০ বছরে একটি ছোট জেলে-গ্রাম থেকে মহানগরে রূপান্তরিত হয়েছে; পুতং গত ৩০ বছরে একটি "চাল প্যাডিজের জমি" থেকে দ্রুত বিকাশমান অঞ্চলে পরিণত হয়েছে। অন্যদিকে কুয়াংচৌ এমন একটি বাণিজ্য বন্দর যা দুই হাজার বছরেরও বেশি সময় ধরে চালু রয়েছে। যা বিশ্বের কয়েকটি বাণিজ্যিক শহরের মধ্যে অন্যতম।

কুয়াংচৌয়ের লিঙ্গান সংস্কৃতির দীর্ঘ ইতিহাস রয়েছে— যা চীনের দুর্দান্ত ঐতিহ্যবাহী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। কুয়াংচৌ মেরিটাইম সিল্ক রোডের একটি গুরুত্বপূর্ণ স্থান। হাজার হাজার বছর ধরে, অগণিত বাণিজ্য জাহাজ এখান থেকে সারা বিশ্বে রেশম, চা ও সিরামিক সরবরাহ করেছে।

কুয়াংচৌয়ে আসলে আপনি চীনের জাঁকজমকপূর্ণ সংস্কৃতি ও দীর্ঘ ইতিহাস বুঝতে পারবেন, আপনি আধুনিক চীনকে বুঝতে পারবেন, আপনি সংস্কার ও উন্মুক্তকরণের বিষয়ে চীনের দৃঢ়তা ও আত্মবিশ্বাস উপলব্ধি করবেন এবং আপনি চীন প্রশাসনের ফলাফলও অনুধাবন করতে পারবেন।

Share this story on

Messenger Pinterest LinkedIn