চীন আন্তর্জাতিক আমদানি মেলা বিশ্বের সব দেশের জন্য সৃষ্টি ও ভাগাভাগির একটি প্ল্যাটফর্ম দিয়েছে-China Radio International
তৃতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলা নভেম্বর মাসে শাংহাইয়ে অনুষ্ঠিত হবে। ল'রিয়ালের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যান-পল অ্যাগন এক ভিডিও সাক্ষাত্কারে বলেছেন, তৃতীয় চীন আন্তর্জাতিক আমদানি মেলা বিশ্বকে একটি স্পষ্ট সংকেত প্রেরণ করেছে। তা হল- চীন একটি উন্মুক্ত ও জয়-জয় চেতনায় বিশ্বব্যাপী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে দৃঢ় প্রতিজ্ঞ।
অ্যাগন বলেন, আজকের বিশ্বে দেশগুলোর মধ্যে সম্পর্ক আগের চেয়ে আরও ঘনিষ্ঠ হয়েছে এবং চীন আন্তর্জাতিক আমদানি মেলা এই সুযোগ কাজে লাগিয়েছে। চীন ও বিশ্বের অন্যান্য দেশের মধ্যে সম্পর্ক জোরদার করা বিশ্ব বাণিজ্যের বিকাশ ও সহযোগিতা প্রচারে সহায়ক। এটি উদ্ভাবন প্রচারের মাধ্যমে গ্রাহকদের জীবনযাত্রার মান উন্নত করতে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করবে। চীন আন্তর্জাতিক আমদানি মেলা বিশ্বের অংশগ্রহণকারী দেশ ও সংস্থাগুলোর জন্য একটি মূল্যবান প্ল্যাটফর্ম সরবরাহ করে। চীনের উন্নয়নের ২৩ বছরের মধ্যে ল'রিয়াল চীনের বিকাশ প্রত্যক্ষ করেছে। চীন আন্তর্জাতিক আমদানি মেলার মঞ্চে, বিশ্বজুড়ে অংশীদারদের সাথে একসাথে চীনা বাজারের অসীম সুযোগ অনুসন্ধান করবে এবং ভাগাভাগি করবে সংস্থাটি।