চানকাই বন্দর: নতুন যুগে ইনকা ট্রেইলের নতুন সূচনা
শুধুমাত্র চনকাই বন্দরের উদ্বোধনই নয়, প্রেসিডেন্ট সি সফরের সময়, দুই রাষ্ট্রপ্রধান গুরুত্বপূর্ণ সহযোগিতার নথিতে স্বাক্ষর করেছেন। যেমন- যৌথভাবে ‘বেল্ট অ্যান্ড রোড’ নির্মাণের সহযোগিতা পরিকল্পনা এবং অবাধ বাণিজ্য চুক্তি উন্নয়নের প্রোটোকল। উভয় পক্ষ ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করার পরিকল্পনা তৈরি করতে একটি যৌথ বিবৃতি জারি করেছে। প্রেসিডেন্ট বোরুয়ার্তে বলেছেন যে, প্রেসিডেন্ট সি’র সফর অবশ্যই দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে, পেরু ও চীনের মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের একটি নতুন অধ্যায়ের সূচনা করবে; যা দু’দেশের জনগণের আরও দীর্ঘস্থায়ী ও সমৃদ্ধ ভবিষ্যত গড়ে তুলবে।