বাংলা

চীনের প্রস্তাব ‘গ্লোবাল সাউথকে’ আরো শক্তিশালী করছে

CMGPublished: 2024-10-26 16:23:49
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অক্টোবর ২৬: ‘গ্লোবাল সাউথ’ বর্তমান আন্তর্জাতিক সম্পর্কের একটি হট টপিক। এটি নতুন বাজার দেশ এবং উন্নয়নশীল দেশের একটি গোষ্ঠী। ব্রিকস দেশগুলো এর অন্যতম। বিশ্বের বড় পরিবর্তনের প্রেক্ষাপটে, ব্রিকস সহযোগিতা ব্যবস্থার ‘গ্লোবাল সাউথের’ উন্নয়নের নেতৃত্ব দেওয়া এবং আন্তর্জাতিক শৃঙ্খলার সংস্কারের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ভূমিকা পালন করার বিষয়ে গত বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ব্রিকসের শীর্ষ সংলাপে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন এবং ‘শান্তি’, ‘উন্নয়ন’, ‘সভ্যতা’কে প্রধান শব্দ হিসেবে তার গভীর ব্যাখ্যা করেছেন।

ভাষণে প্রেসিডেন্ট সি চিন পিং তিনটি প্রস্তাব উত্থাপন করেছেন। তা হল, শান্তিতে অবিচল থাকা এবং অভিন্ন নিরাপত্তা বাস্তবায়ন করা, উন্নয়ন পুনরুদ্ধার করা, অভিন্ন সমৃদ্ধি বাস্তবায়ন করা এবং সভ্যতা উন্নত করে বহুমুখী সুষম অবস্থা বাস্তবায়ন করা।

বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল দেশ হিসেবে, চীন সবসময় ‘গ্লোবাল সাউথের’ একটি দৃঢ় সদস্য। চীন ‘গ্লোবাল সাউথের’ যৌথ উন্নয়নে সাহায্য করে, মানবজাতির অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নতুন চিন্তাধারা এবং নতুন শক্তি যুগিয়েছে। বর্তমানে, চীনের উত্থাপিত বিশ্ব নিরাপত্তা উদ্যোগ আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষাসহ অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে; ৮০টিরও বেশি দেশ বিশ্ব উন্নয়ন উদ্যোগের মৈত্রী গ্রুপে অংশগ্রহণ করেছে; এই উদ্যোগ উত্থাপনের তিন বছরে প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার উন্নয়ন অর্থ সংগ্রহ করে ১১০০টিরও বেশি প্রকল্প চালু করেছে।

এবারের "ব্রিকস" শীর্ষ সংলাপে প্রেসিডেন্ট সি চিন পিং-এর উত্থাপিত তিনটি প্রস্তাব তিনটি প্রধান বৈশ্বিক উদ্যোগের সাথে সামঞ্জস্যপূর্ণ। বর্তমানে, ইউক্রেন সংকট এবং গাজার সংঘাত বিলম্বিত হচ্ছে, বিশ্বব্যাপী সংরক্ষণবাদ বাড়ছে, উত্তর-দক্ষিণ বিভাজনও বাড়ছে এবং বিশ্ব অর্থনৈতিক পুনরুদ্ধার মন্থর হচ্ছে। এ প্রেক্ষাপটে, ‘গ্লোবাল সাউথের’ পুনরুজ্জীবনের রাস্তাটি মসৃণ হবে না। তাই, ব্রিকস ব্যবস্থার ব্যবহারিক চাহিদা মেটানো এবং সাধারণ প্রত্যাশা পূরণের জন্য ‘গ্লোবাল সাউথ’ এ সহযোগিতার নেতৃত্ব দিতে পারে।

Share this story on

Messenger Pinterest LinkedIn