বাংলা

সংবাদ পর্যালোচনা ‘ফিলিপিন্স দক্ষিণ চীন সাগরের পরিবেশ নষ্ট করছে’

CMGPublished: 2024-07-11 12:13:09
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের রিপোর্ট সু-প্রতিষ্ঠিত ও বৈজ্ঞানিক পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে রচিত। এ ক্ষেত্রে চীনের দাবি স্পষ্ট: ফিলিপিন্সকে তার যুদ্ধজাহাজ রেনাই রিফ থেকে সরিয়ে নিতে হবে। এতে সামুদ্রিক পরিবেশ আরও ক্ষতির হাত থেকে রেহাই পাবে।

চলতি বছরের মার্চ মাসে সিএনএন-এর এক রিপোর্টে উল্লেখ করা হয় যে, ১০ বছর আগে, সিএনএনের সাবেক রিপোর্টার থমাস জিলার ‘ইঁদুর ও তেলাপোকায় ভর্তি মরিচায় আক্রান্ত নৌকায় ফিলিপিনো মেরিনদের সাথে বাস করতেন’। তাঁরা নিজেদের জন্য মাছ ধরতেন এবং জাহাজেই বেশিরভাগ খাবার রান্না করতেন। এখন পর্যন্ত সেই জাহাজে কী পরিমাণ ঘরোয়া বর্জ্য উত্পন্ন হয়েছে, তা কল্পনা করাও কঠিন।

বিপরীতে, চীনের সুরক্ষা ও তত্ত্বাবধানের ফলে হুয়াংইয়ান দ্বীপের পরিবেশ সুন্দর ও প্রাণবন্ত। মে ও জুনে বেশ কয়েকটি চীনা পেশাদার বিভাগ ও প্রতিষ্ঠানের যৌথভাবে পরিচালিত এক সমীক্ষা অনুসারে, হুয়াংইয়ান দ্বীপে সমুদ্রের পানির গুণগত মান ভালো। মাছের নমুনায় ভারী ধাতু ও ক্ষতিকর পেট্রোলিয়াম হাইড্রোকার্বনের মানও গ্রহণযোগ্য মাত্রায় রয়েছে। এখানকার প্রবালের বৈচিত্র্যও সন্তোষজনক।

এই অনুসন্ধান থেকে ফুটে উঠেছে সামুদ্রিক পরিবেশ রক্ষায় চীনের কার্যকর পদক্ষেপের ছবি। এ পর্যন্ত, ইউরোপীয় ইউনিয়ন

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn