‘থুসিডাইডস ফাঁদ’এড়ানো সম্ভব: মার্কিন প্রতিনিধি
এবারের বৈঠকে চীনের অর্থনীতির উন্নয়নের পরিস্থিতি তুলে ধরেন প্রেসিডেন্ট সি। চীনের অর্থনীতির সুস্থ ও টেকসই উন্নয়ন মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে চীনে পুঁজি বিনিয়োগে উত্সাহ ও আশা যুগিয়েছে। বর্তমানে চীন নতুন মানের উত্পাদনশক্তি গড়ে তোলার চেষ্টা করছে। এমন প্রেক্ষাপটে ঐতিহ্যবাহী শিল্পের রূপান্তর কিংবা নতুন শিল্পের উন্নয়ন মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন সুযোগ বয়ে আনবে।
গত নভেম্বরে প্রেসিডেন্ট সি ঘোষণা করেন, পরবর্তী ৫ বছরে ৫০ হাজার মার্কিন ছাত্রছাত্রীকে চীনে আমন্ত্রণ জানানো হবে। দুপক্ষের সাংস্কৃতিক ক্ষেত্রে ও ব্যক্তি পর্যায়ের আদান-প্রদানও পুনঃস্থাপিত হয়েছে এবং দুদেশের মধ্যে চলাচলকারী উড়োজাহাজের ফ্লাইট দ্রুতগতিতে বেড়েছে।
এ প্রেক্ষাপটে মার্কিন শিল্প ও বাণিজ্য মহলের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা মনে করেন, ‘থুসিডাইডস ফাঁদ’ এড়ানো সম্ভব। তবে গত কয়েক বছরে চীনা-মার্কিন সম্পর্কের মধ্যে অনেক অস্থিতিশীলতা দেখা গেছে। দুদেশের নেতাদের বৈঠকের পর কিছুটা অগ্রগতি অর্জিত হলেও চীনের বিরুদ্ধে নিপীড়নমূলক ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র এবং তাদের একতরফার নিষেধাজ্ঞার তালিকাও দীর্ঘ হয়েছে।
চলতি বছর চীন ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪৫তম বার্ষিকী। এবারের বৈঠকে সি বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের উচিত একে অপরকে সহযোগিতা করা এবং তাদের সঠিক পথ খুঁজে বের করা।‘থুসিডাইডস ফাঁদ’ এড়ানো সম্ভব - এটি দুদেশের প্রতিনিধিদের মতৈক্য। এ মতৈক্যকে মার্কিন সরকারেরও বিবেচনায় নিতে হবে। চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক হয়তো আর কখনও অতীতে ফিরতে পারবে না, তবে তাদের পক্ষে যৌথভাবে সুন্দর ভবিষ্যত গড়ে তোলা সম্ভব।