বাংলা

বিশ্বের অশান্তি থেকে যুক্তরাষ্ট্র লাভবান হয়: সিআরআই সম্পাদকীয়

CMGPublished: 2024-02-01 20:19:13
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ফেব্রুয়ারি ১: সম্প্রতি মার্কিন স্টেট ডিপার্টমেন্ট প্রকাশিত এক প্রতিবেদন বিশ্ববাসীর নজর কেড়েছে। ২০২৩ সালে বিদেশে মার্কিন অস্ত্র বিক্রির পরিমাণ ১৬ শতাংশ বেড়ে ২৩৮ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। যা একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে। সিআরআই সম্পাদকীয় বলেছে,বিশ্বের অশান্তি থেকে যুক্তরাষ্ট্র লাভবান হয়।

২০২৩ সালে যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র অনেক অর্থ উপার্জন করেছে। এর কারণ একদিকে, রুশ-ইউক্রেন সংঘর্ষ চলছে, ফিলিস্তিন-ইসরায়েলের মধ্যে আবারও যুদ্ধ শুরু হয়েছে। বিশ্বের নানা অঞ্চলে সংঘর্ষ চলছে। এতে বিশ্বের নিরাপত্তার পরিবেশ আরও জটিল হয়েছে। এতে অনেক দেশ প্রতিরক্ষাব্যবস্থা উন্নত করার জন্য অস্ত্র কিনতে বাধ্য হয়েছে। অন্যদিকে, দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রির মাধ্যমে অস্ত্র উৎপাদনের অভিজ্ঞতা অর্জন করেছে;এতে তাদের অস্ত্র উন্নত হয়েছে। এভাবে তারা আরও বেশি বাজার পেয়েছে।

সংঘর্ষ ও যুদ্ধ সাধারণ মানুষের জন্য গভীর দুর্যোগ বয়ে আনে। তবে, যুক্তরাষ্ট্র অনেক অর্থ উপার্জন করে। যুক্তরাষ্ট্রে সশস্ত্রবাহিনী, অস্ত্র ব্যবসায়ীরা, আইনপ্রণেতারা, প্রতিরক্ষা-বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান, থিংক ট্যাংক, গণমাধ্যম-সহ নানা প্রতিষ্ঠান একটি বড় সুবিধাভোগী গোষ্ঠী হিসেবে গড়ে উঠেছে যুক্তরাষ্ট্রে।

পাশাপাশি, মার্কিন সংশ্লিষ্ট প্রতিবেদনে দেখা গেছে, ২০২৩ সালে মার্কিন অস্ত্র বিক্রির বাজার যুক্তরাষ্ট্রের বৈশ্বিক কৌশলগত কাঠামোর সাথে সঙ্গতিপূর্ণ। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট নিজের ঘোষণা অনুযায়ী, ‘অস্ত্র বিক্রি ও রপ্তানিকে গুরুত্বপূর্ণ মার্কিন কূটনৈতিক নীতির উপকরণ হিসেবে বিবেচনা করে।’ মার্কিন সরকার নিজে অস্ত্র বিক্রির প্রচারণা চালায়।

রেকর্ড ভঙ্গকারী অস্ত্র বিক্রির তথ্যে দেখা যায়, বিশ্বের অশান্তি থেকে যুক্তরাষ্ট্র লাভবান হয়। যুক্তরাষ্ট্র ইউক্রেনের জনগণের জীবনকে গুরুত্ব দেয় না! ইউরোপের বন্ধুদের ক্ষতিও অগ্রাহ্য করে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জনগণের নিরাপত্তাকে গুরুত্ব দেয় না। যুক্তরাষ্ট্রের আর্থিক সংস্থা ও অস্ত্র ব্যবসায়ীরা এ সব বিষয়ে গুরুত্ব না দিয়ে অর্থ উপার্জনে ব্যস্ত আছে।

Share this story on

Messenger Pinterest LinkedIn