বাংলা

‘ছোট’ প্যাকেজের মধ্য দিয়ে ‘বড়’ অর্থনীতি প্রতিফলিত: সিএমজি সম্পাদকীয়

CMGPublished: 2024-01-24 15:32:29
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জানুয়ারি ২৪: আর কিছুদিন পর চীনের বসন্ত উত্সব শুরু হবে। চীনের বিভিন্ন এক্সপ্রেস ডেলিভারি ওয়েবসাইটে পৃথক পৃথকভাবে ‘বসন্ত উত্সবে ডেলিভারি বন্ধ হবে না’ শীর্ষক শ্লোগান দেওয়া শুরু করেছে। যেমন, পণ্য স্থানান্তর কেন্দ্র ও পরিষেবা কেন্দ্র স্বাভাবিকভাবে খোলা আছে এবং সেবা হটলাইন ২৪ ঘণ্টা খোলা আছে প্রভৃতি। এবারের বসন্ত উত্সবে চীনের এক্সপ্রেস ডেলিভারি শিল্পের ব্যস্ততার মধ্য দিয়ে চীনা অর্থনৈতিক উন্নয়নের উষ্ণতা ফুটে উঠেছে।

চীন কর্তৃপক্ষ গত ২২ জানুয়ারি প্রকাশিত পরিসংখ্যানে জানায়, ২০২৩ সালে চীনের এক্সপ্রেস ডেলিভারি শিল্প বিনিময়ের মোট পরিমাণ ১৩২.০৭ বিলিয়ন, যা ২০২২ সালের তুলনায় ১৯.৪ শতাংশ বেশি এবং টানা দশ বছরেই বিশ্বের প্রথম স্থানে রয়েছে। এগুলো এক্সপ্রেস ডেলিভারির মধ্যে রয়েছে দেশি-বিদেশি প্যাকেজ, অর্থাত্ গোটা বিশ্বে লেনদেন করা হয়েছে। বিগত দশ বছরে চীনের এক্সপ্রেস ডেলিভারি প্যাকেজের সংখ্যা বিপুলমাত্রায় বেড়েছে। এর পরিমাণ ইতোমধ্যে বিশ্বের ৬০ শতাংশের বেশি। স্পেনের জনৈক ভোক্তা রদরিগেজ বলেন, ‘পাঁচ দিনের কম সময়ে অনলাইনে বুকিং দেওয়া একটি গাড়ির পরিদর্শন যন্ত্র বাসায় এসেছে।’ চীনের এক্সপ্রেস ডেলিভারির গতি দেখে তিনি বিস্মিত।

পরিষেবা শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চীনা এক্সপ্রেস ডেলিভারি শিল্প চীনের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ রেফারেন্স সূচক। কীভাবে চীনের এক্সপ্রেস ডেলিভারি শিল্প এগিয়েছে?

এক্সপ্রেস ডেলিভারি প্রথমে ভোক্তাদের ‘কেনার’ সঙ্গে জড়িত। ১৪০ কোটিরও বেশি চীনা বিশ্বের ভোগ বাজারে শক্তিশালী সুপ্তশক্তি হিসেবে চিহ্নিত হয়েছে। প্রতিদিন ৩৫০টি প্যাকেজ সরবরাহ করা হয়, এটি বর্তমান চীনের এক্সপ্রেস ডেলিভারি শিল্পের বাস্তব অবস্থা। ২০২৩ সালে চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কেনাকাটার অবদান ৮২.৫ শতাংশ, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ৪.২ শতাংশ পয়েন্ট যোগ করেছে। বর্তমান চীনে নেটিজেনের সংখ্যা ১০০ কোটিরও বেশি, অনলাইনে খুচরা-বিক্রির মূল্য গোটা সমাজের ভোগ্য পণ্যের মোট খুচরা-বিক্রির ২৭.৬ শতাংশ, যা তিন ভাগের এক ভাগ।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn