তাইওয়ানে অস্ত্র বিক্রি করা কোম্পানির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে চীন
আগুন নিয়ে খেললে মূল্য দিতে হয়। চীন অনেকবার জোর দিয়ে বলেছে, তাওয়ান হল চীনের কেন্দ্রীয় স্বার্থের কেন্দ্র, চীন-মার্কিন সম্পর্কের রাজনৈতিক ভিত্তির ভিত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্কের একটি রেড লাইন, যা কখনও অতিক্রম করা যাবে না। তাওয়ানে মার্কিন অস্ত্র বিক্রির বিরুদ্ধে চীন গেল কয়েক বছর কয়েকটি মার্কিন কোম্পানির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে। এবার সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে চীনে তাদের সম্পদ হিমায়িত করা, চীনা কোম্পানি ও ব্যক্তি তাদের সঙ্গে ব্যবসা করা নিষিদ্ধ করাসহ নানা ব্যবস্থা গ্রহণ করেছে বেইজিং।
শুরুতে যুক্তরাষ্ট্র তাইওয়ান সমস্যা নিয়ে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে; তারপর চীন পাল্টা ব্যবস্থা গ্রহণ করে। তাই চীনের কাজ যৌক্তিক। তাইওয়ানে অস্ত্র বিক্রির তুলনায় এ ৫টি কোম্পানির চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার মুনাফা বেশি। চীনের অবরোধ ব্যবস্থা তাদের ওপর গুরুতর আঘাত হেনেছে। তা ছাড়া, পরে যদি তাওয়ানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র আরও যোগসাজশ করে, তাহলে আরও কঠোর অবরোধ ব্যবস্থা আরোপ করবে চীন।
এ নামতালিকা প্রকাশ করা হলো চীনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষার ইচ্ছা ও সংকল্প। যুক্তরাষ্ট্রে উচিত্ এক চীন নীতি এবং তাইওয়ানের স্বাধীনতায় সমর্থন না করার প্রতিশ্রুত পালন করা। তাইওয়ানে অস্ত্র বিক্রি করা অব্যাহত থাকলেও চীনের একীকরণ প্রক্রিয়া জোরালোভাবে এগিয়ে যাবে।