চীন-ফিলিপিন্স সম্পর্ক দেশটির ভবিষ্যৎ কর্মকাণ্ডের উপরে নির্ভর করে: সিএমজি সম্পাদকীয়
বাস্তবতা থেকে দেখা যায়, দক্ষিণ চীন সাগর সমস্যায় ফিলিপিন্স নিজের প্রতিশ্রুতি লংঘন করে উস্কানি দিচ্ছে, বাইরের শক্তির সঙ্গে উত্তেজনা সৃষ্টি করেছে এবং মিথ্যা তথ্য প্রচার করছে। যা আঞ্চলিক শান্তি ও সহযোগিতায় প্রভাব ফেলেছে। ফিলিপিন্সের এমন আচরণ ‘জুয়া খেলা’; যা বড় ঝুঁকির কারণ হতে পারে।
দু’দেশের সম্পর্কের দৃষ্টিকোণ থেকে দীর্ঘমেয়াদে ফিলিপিন্সের সঙ্গে সুষ্ঠুভাবে দক্ষিণ চীন সাগর বিতর্ক সমাধানের জন্য, চীন অত্যন্ত সংযম ও ধৈর্য ধারণ করেছে। তবে, তার অর্থ সার্বভৌমত্ব বিষয়ে চীনের আপোষ করা নয়। এ বছর চীন নিজের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার জন্য ধারাবাহিক ব্যবস্থা নিয়েছে। তবে, চীন ফিলিপিন্সের সঙ্গে সংলাপের দরজা বন্ধ করবে না। ফিলিপিন্স চীনের সঙ্গে একযোগে সমস্যা সমাধানের জন্য ইতিবাচকভাবে কাজ করবে বলে আশা করে বেইজিং। চীন মনে করে, দু’দেশের সম্পর্ক ফিলিপিন্সের ভবিষ্যতের কর্মকাণ্ডের উপর নির্ভর করছে।