বাংলা

সিআইআইই সহযোগিতা জোরদারের প্ল্যাটফর্ম: সিএমজি সম্পাদকীয়

CMGPublished: 2023-11-11 17:29:40
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নভেম্বর ১১: গতকাল (শুক্রবার) ষষ্ঠ চীন আন্তর্জাতিক আমদানি মেলা (সিআইআইই) শেষ হয়েছে। চলতি বছর মেলায় লেনদেনের পরিমাণ ৭৮.৪১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছায়, যা আগের মেলার তুলনায় ৬.৭ শতাংশ বেশি।

১২৮টি দেশ ও অঞ্চলের ৩৪৮৬টি প্রতিষ্ঠান এবার মেলায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে ২৮৯টি প্রতিষ্ঠান বিশ্বের ৫০০টি শীর্ষ প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত। এবারের মেলায় ৪৪২টি নতুন পণ্য, নতুন প্রযুক্তি ও নতুন পরিষেবার প্রদর্শনী হয়েছে। মেলা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতার একটি কল্যাণকর প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।

বর্তমান বিশ্বের অর্থনৈতিক পুনরুদ্ধার-প্রক্রিয়ার গতি শ্লথ। বাণিজ্যিক চাহিদা ক্রমাগত কমছে। বিভিন্ন দেশ নতুন চালিকাশক্তি চায়। চীনের ভোগবাজার বিরাট এবং এর সুপ্তশক্তি বিশাল। এটি বিশ্বের নতুন প্রযুক্তি ও নতুন পণ্যের জন্য উপযুক্ত।

সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, বিশ্বের শীর্ষ এক শ’টি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন ক্লাস্টারের সংখ্যার দিক থেকে চীন প্রথমবারের মতো বিশ্বের প্রথম স্থানে উঠে গেছে। মার্কিন প্রতিষ্ঠানগুলোসহ আরও বেশি প্রতিষ্ঠান চীনা বাজারের সুযোগ ও সুবিধা উপভোগ করছে। মার্কিন ফেডারেল সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রথমবারের মতো এবারের মেলায় অংশগ্রহণ করেছেন। মার্কিন কৃষিশিল্প ২০১৬ সাল থেকে বৃহত্তম প্রতিনিধিদল মেলায় পাঠিয়ে আসছে। এতে প্রতিফলিত হচ্ছে যে, যুক্তরাষ্ট্র চীনা বাজারের ওপর যথেষ্ট গুরুত্ব দেয়।

সিআইআইই চীনের উচ্চমানের উন্মুক্তকরণের সদিচ্ছার বহিঃপ্রকাশ। বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক দেশ হিসেবে চীন একটি বড় আকারের উন্মুক্ত বাজার সরবরাহ করে আসছে এবং অব্যাহতভাবে ব্যবসায়ের পরিবেশ উন্নত করে যাচ্ছে। মার্কিন ফাইজারের চীন অঞ্চলের চেয়ারম্যান জিন-ক্রিস্টোফ বনতো বলেন, চীনের উন্মুক্ত ব্যবস্থা খুবই ভালো, রেজিস্ট্রেশনের গতিও খুব দ্রুত।

চলতি বছর হলো চীনের সংস্কার ও উন্মুক্তকরণ নীতি কার্যকর হবার ৪৫তম বার্ষিকী এবং ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ উত্থাপনের দশম বার্ষিকী। শাংহাই অবাধ বাণিজ্য পরীক্ষামূলক অঞ্চলের বন্দরের কাছাকাছি নতুন এলাকা ও হাইনান অবাধ বাণিজ্যিক বন্দর, বিদেশী বিনিয়োগে বিধিনিষেধ হ্রাস, সার্বিকভাবে উত্পাদন শিল্পে বিদেশী বিনিয়োগের ওপর বিধিনিষেধ প্রত্যাহার, ও ধারাবাহিক গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেয়ার মাধ্যমে চীন বিশ্বের সাথে সুযোগ শেয়ার করে নিচ্ছে এবং এ ব্যাপারে নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলেছে।

Share this story on

Messenger Pinterest LinkedIn