‘ত্রিমাত্রিক আন্তঃসংযোগ নেটওয়ার্ক’ ও বিআরআই: সিআরআই সম্পাদকীয়
অক্টোবর ২০: ‘আন্তঃসংযোগ বাস্তবায়িত হলে, ইউরোপের প্রতিদ্বন্দ্বিতার ক্ষমতা পুনরুদ্ধারের সুযোগ সৃষ্টি হবে।’ তৃতীয় ‘বেল্ট অ্যান্ড রোড’ আন্তর্জাতিক সহযোগিতা শীর্ষ ফোরামে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওর্বান হাঙ্গেরি-সার্বিয়া রেলপথের প্রশংসা করতে গিয়ে এ মন্তব্য করেন। তিনি ইউরোপ তথা বিশ্বকে আন্তঃসংযোগের নতুন সুযোগ অনুসন্ধানের আহ্বান জানান।
আন্তঃসংযোগ হচ্ছে ‘বেল্ড অ্যান্ড রোড’ উদ্যোগ (বিআরআই)-এর আওতায় সহযোগিতার একটি মৌলিক বিষয়। এবারের শীর্ষ ফোরামে এটি ছিল বহুল আলোচিত একটি শব্দ। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ১৮ অক্টোবর ফোরামের শীর্ষ সম্মেলনে ঘোষণা করেন যে, বিআরআই-এর আওতায় আন্তর্জাতিক সহযোগিতাকে সমর্থনের জন্য চীন ৮-দফা ব্যবস্থা গ্রহণ করবে। এই আট দফার প্রথমটি হচ্ছে ‘বিআরআই ত্রিমাত্রিক আন্তঃসংযোগ নেটওয়ার্ক’ গড়ে তোলা। এতে বোঝা যায়, আন্তঃসংযোগ আগের মতো ভবিষ্যতেও বিআরআই-এর অগ্রাধিকার ক্ষেত্র থাকবে।
প্রেসিডেন্ট সি চিন পিং ফোরামে ‘ত্রিমাত্রিক’ শব্দটি ব্যবহার করেছেন। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, আন্তঃসংযোগের ক্ষেত্রে এটি একটি নতুন ও উন্নত ধারণা। এখানে ‘ত্রিমাত্রিক’ মানে শুধু সমুদ্রপথ, স্থলপথ ও আকাশপথ নয়, বরং নেটওয়ার্ক ডিজিটাল কানিক্টিভিটি, ফাইন্যান্সিয়াল কানিক্টিভিটিসহ অন্যান্য ক্ষেত্রকেও বোঝায়।
এ ছাড়া, ফোরাম চলাকালে চীন ঘোষণা করেছে যে, ভবিষ্যতে গণজীবন উন্নয়নবিষয়ক প্রকল্পসমূহকে অগ্রাধিকার দেওয়া হবে। গণজীবন উন্নয়ন সহায়তা বিষয়ক এক হাজারটি ছোট প্রকল্প হাতে নেবে চীন। এসব প্রকল্পের মধ্যে পানি ও বিদ্যুতবিষয়ক প্রকল্প এবং স্কুল ও হাসপাতাল থাকবে। এ সব প্রকল্প মানুষের জীবন উন্নত করবে এবং বিআরআই সহযোগিতার ভিত্তিকে আরও মজবুত করবে।
১০ বছর অতিক্রম করার পর, বিআরআই উচ্চ গুণগত মানের উন্নয়নের নতুন পর্যায়ে প্রবেশ করেছে। ত্রিমাত্রিক আন্তঃসযোগ নেটওয়ার্কের নতুন কাঠামো প্রতিষ্ঠিত হলে, বিভিন্ন দেশের অভিন্ন উন্নয়ন বাস্তবায়নের কাজ সহজতর হবে। জাতিসংঘের সিনিয়র কনসাল্টেন্ট হারুন শরিফ বলেন, বিআরআই বিশ্বের অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য কাজ করছে এবং বিভিন্ন দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনছে। ইতিহাস এটা স্মরণে রাখবে।