বাংলা

ব্যাংকিং খাতে অস্থিরতা; যুক্তরাষ্ট্রের উচিত অভিজ্ঞতা থেকে শেখা: সিএমজি সম্পাদকীয়

CMGPublished: 2023-08-10 18:47:20
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আগস্ট ১০: কয়েক বছর আগে, তত্কালীন মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান বলেছিলেন, জীবিত থাকাকালে তিনি আর যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাতের সংকট দেখে যেতে পারবেন না। তবে, এ পূর্বাভাস সত্য প্রমাণিত হয়নি।

গত ৭ আগস্ট তিনটি আন্তর্জাতিক রেটিং সংস্থার একটি মুডিস যুক্তরাষ্ট্রের ১০টি মাঝারি ও ক্ষুদ্র ব্যাংকের ক্রেডিট রেটিং নামিয়ে দেয়। তা ছাড়া, ব্যাংক অফ আমেরিকা এবং ব্যাংক অফ নিউ ইয়র্ক মেলনসহ ছয়টি বড় ব্যাংক ডাউনগ্রেড ওয়াচ লিস্টে অন্তর্ভুক্ত হয় এবং ১১ টি অন্যান্য ব্যাংকের রেটিং আউটলুক নেতিবাচক হিসাবে সেট করা হয়। এ খবর প্রকাশের পরপরই তালিকাভুক্ত ব্যাংকগুলোর স্টক নিম্নমুখী হয়েছে। এমনকি, এতে অন্য বড় ব্যাংকও প্রভাবিত হয়েছে।

চলতি বছরের প্রথমার্ধ থেকে মার্কিন ব্যাংকগুলো পরিশোধের পর্যাপ্ত সক্ষমতা না-থাকার কারণে সংকটে পড়ে। ব্রিটেনের ফাইনানশিয়াল টাইমস পত্রিকা গত ৭ জুলাই জানায়, যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ব্যাংক এখনও বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলারের সরকারি অর্থের ওপর নির্ভর করে টিকে আছে। এতে প্রতিফলিত হয় যে, মার্কিন ব্যাংকিং খাতের দুর্বলতা আছে।

মার্কিন ব্যাংকিং খাতের দুর্বলতার মূল কারণ ছিল মার্কিন আর্থিক নীতির আকস্মিক পরিবর্তন এবং "ঝুঁকি নেওয়ার" প্রবণতা। দীর্ঘকাল ধরে মার্কিন রাজনীতিকরা ভোটারদের কাছে আনার জন্য ব্যয় বাড়ানোর মুদ্রানীতি অবলম্বন করে আসছেন। কোভিড-১৯ মহামরির পর দেশটিতে উচ্চ পর্যায়ে কোনো সীমাবদ্ধতা না থাকার শিথিল নীতি বলবত করা হয় এবং এর ফলে ব্যাপক মুদ্রাস্ফীতি দেখা দেয়। এতে মার্কিন ফেডারেল রিজার্ভকে সুদের হার বাড়াতে হয়। মুডির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ব্যাংকিং খাতের সুদের হার বৃদ্ধি মোকাবিলায় কোনো প্রস্তুতি ছিল না।

মার্কিন ব্যাংকিং খাতের সংকটের ধারাবাহিক কূপ্রভাব দেখা যাবে। মুডির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন অর্থনীতি আগামী ২০২৪ সালে মন্দ হবে; ব্যাংকিং খাতে হুমকি আরও বাড়তে পারে। পূর্বাভাস তো স্পষ্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে: মার্কিন প্রশাসকরা কি অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করবেন?

金融时报 Financial Times 美国联邦储蓄保险公司Federal Deposit Insurance Corporation 穆迪 Moody's 惠誉 Fitch 欧洲经济政策研究中心 Center for Economic Policy Research

Share this story on

Messenger Pinterest LinkedIn