বাংলা

চীনা মুদ্রায় আর্জেন্টিনার ঋণ পরিশোধ এবং প্রসঙ্গকথা

CMGPublished: 2023-07-04 14:03:08
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

স্থানীয় সময় ৩০ জুন আর্জেন্টিনা, স্পেশাল ড্রয়িং রাইট ও চীনা মুদ্রা রেনমিনপি ব্যবহার করে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ২৭০ কোটি মার্কিন ডলার মূল্যের ঋণ পরিশোধ করেছে। আর্জেন্টিনা এবারই প্রথম চীনা মুদ্রায় তার ঋণ পরিশোধ করল।

এর আগে, আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক রেনমিনপিকে জমা ও উত্তোলন মুদ্রা হিসেবে নিজের ব্যাকিং ব্যবস্থায় অন্তর্ভুক্ত করে। আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেছেন, বিশ্বের অনেক দেশের মতো তাঁর দেশও রেনমিনপি-র আন্তর্জাতিকীকরণ সম্পর্কে আশাবাদী।

চলতি বছর চীন ও আর্জেন্টিনার মধ্যে আর্থিক সহযোগিতা দিন দিন বাড়ছে। এপ্রিল মাসে আর্জেন্টিনা রেনমিনপি দিয়ে চীন থেকে পণ্য ক্রয় শুরু করে। জুন মাসে আর্জেন্টিনা ও চীনের মধ্যে ১৩০ বিলিয়ন ইউয়ানের মুদ্রা বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয় এবং ফ্রি ইউসেজ কোটা ৩৫ বিলিয়ন থেকে ৫০ বিলিয়ন ইউয়ানে উন্নীত করা হয়।

চীন ও আর্জেন্টিনার মধ্যে আর্থিক সহযোগিতার সম্প্রসারণ দ্বিপক্ষীয় সুষ্ঠু অর্থ-বাণিজ্যিক সম্পর্কের প্রতিফলন। বর্তমানে চীন হচ্ছে আর্জেন্টিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারদের অন্যতম। ২০২২ সালে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ২১৩৭ কোটি মার্কিন ডলার। দু’দেশের কোম্পানিগুলো দ্বিপক্ষীয় অর্থ-বাণিজ্য ও বিনিয়োগে নিজ নিজ দেশের মুদ্রা ব্যবহার করছে, যাতে ব্যয় ও ঝুঁকি কমে।

যে কোনো সহযোগিতাকে উভয়ের জন্য কল্যাণকর হতে হবে। আর্জেন্টিনার জন্য রেনমিনপি-র ব্যবহার জোরদার করা দেশের জরুরি সমস্যা সমাধানের জন্য সহায়ক। বিগত কয়েক বছর ধরেই আর্জেন্টিনা মার্কিন ডলারের সংকট মোকাবিলা করছে। ২০২২ সালের শেষ দিকে, আর্জেন্টিনার বৈদেশিক ঋণ ২৭৬.৭ বিলিয়ন মার্কিন ডলার ছিল। অথচ তখন দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র ৪৪.৬ বিলিয়ন ডলার। সাম্প্রতিক খরা পরিস্থিতি দেশটির কৃষি খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলায় ডলারের অভাবে আরও গুরুতর হয়ে ওঠে। রেনমিনপি-র ব্যবহার বাড়ায় আর্জেন্টিনার বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমেছে।

চীনও আর্জেন্টিনার সঙ্গে স্থানীয় মুদ্রা বিনিময় চুক্তি থেকে উপকৃত হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের এপ্রিল ও মে মাসে চীন থেকে আমদানিকৃত পণ্যের মূল্যের ১৯ শতাংশ রেনমিনপি দিয়ে পরিশোধ করে আর্জেন্টিনা এবং মে মাস থেকে আর্জেন্টিনা আরও ৭৯ থেকে ১০০ কোটি ডলার মূল্যের রেনমিনপি দিয়ে চীন থেকে পণ্য আমদানি করবে। মার্কিন ডলারের সংকটের এই সময় রেনমিনপি দিয়ে মূল্য পরিশোধ করে আর্জেন্টিনা চীনের রফতানিও নিশ্চিত করছে। এদিকে, রেনমিনপি দিয়ে ঋণ পরিশোধ করে আর্জেন্টিনার ঋণ খেলাপি হবার ঝুঁকি এড়াতে পারে।

তা ছাড়া, আর্জেন্টিনার ব্যাংকে রেনমিনপি জমা ও উত্তোলন করা যায়। আর্জেন্টিনার আর্থিক প্রতিষ্ঠানগুলো রেনমিনপি অ্যাকাউন্ট খুলতে পারে এবং রেনমিনপি দিয়ে বন্ড নিষ্পত্তি করতে পারে, যা আর্জেন্টিনায় চীনা কোম্পানিগুলোর বিনিয়োগ বাড়ানো এবং ব্যবস্থাপনার খরচ কমানোর জন্য সহায়ক।

আর্জেন্টিনা দীর্ঘদিন ধরে বৈদেশিক ঋণের সমস্যায় ভুগছে, যার সাথে মার্কিন ডলারের আধিপত্যের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অনেক ল্যাটিন আমেরিকান দেশের মতো যুক্তরাষ্ট্রের মুদ্রানীতির শিকার আর্জেন্টিনা। মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমানো হলো এ আধিপত্য ভেঙে দেয়ার প্রথম পদক্ষেপ।

ল্যাটিন আমেরিকার তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক সত্তা হিসেবে আর্জেন্টিনা অন্য দেশের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বর্তমানে ব্রাজিল ও আর্জেন্টিনার উদ্যোগে, ল্যাটিন আমেরিকার অনেক দেশ ডি-ডলারাইজেশন প্রক্রিয়ায় যুক্ত হয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মার্কিন ডলারের আধিপত্য দূর করার প্রক্রিয়া শুরু করার কথা উল্লেখ করেছেন এবং বলিভিয়ার প্রেসিডেন্ট বলেছেন, তাঁর দেশ রেনমিনপি দিয়ে বাণিজ্যিক লেনদেনের আলোচনা করবে। এতে বোঝা যায়, আর্থিক বৈচিত্র্য ও স্বাধীন উন্নয়নের পথে চলা এখন উন্নয়নশীল দেশগুলোর অভিন্ন ইচ্ছা।

Share this story on

Messenger Pinterest LinkedIn