বাংলা

চীনা মুদ্রায় আর্জেন্টিনার ঋণ পরিশোধ এবং প্রসঙ্গকথা

CMGPublished: 2023-07-04 14:03:08
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনও আর্জেন্টিনার সঙ্গে স্থানীয় মুদ্রা বিনিময় চুক্তি থেকে উপকৃত হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের এপ্রিল ও মে মাসে চীন থেকে আমদানিকৃত পণ্যের মূল্যের ১৯ শতাংশ রেনমিনপি দিয়ে পরিশোধ করে আর্জেন্টিনা এবং মে মাস থেকে আর্জেন্টিনা আরও ৭৯ থেকে ১০০ কোটি ডলার মূল্যের রেনমিনপি দিয়ে চীন থেকে পণ্য আমদানি করবে। মার্কিন ডলারের সংকটের এই সময় রেনমিনপি দিয়ে মূল্য পরিশোধ করে আর্জেন্টিনা চীনের রফতানিও নিশ্চিত করছে। এদিকে, রেনমিনপি দিয়ে ঋণ পরিশোধ করে আর্জেন্টিনার ঋণ খেলাপি হবার ঝুঁকি এড়াতে পারে।

তা ছাড়া, আর্জেন্টিনার ব্যাংকে রেনমিনপি জমা ও উত্তোলন করা যায়। আর্জেন্টিনার আর্থিক প্রতিষ্ঠানগুলো রেনমিনপি অ্যাকাউন্ট খুলতে পারে এবং রেনমিনপি দিয়ে বন্ড নিষ্পত্তি করতে পারে, যা আর্জেন্টিনায় চীনা কোম্পানিগুলোর বিনিয়োগ বাড়ানো এবং ব্যবস্থাপনার খরচ কমানোর জন্য সহায়ক।

আর্জেন্টিনা দীর্ঘদিন ধরে বৈদেশিক ঋণের সমস্যায় ভুগছে, যার সাথে মার্কিন ডলারের আধিপত্যের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অনেক ল্যাটিন আমেরিকান দেশের মতো যুক্তরাষ্ট্রের মুদ্রানীতির শিকার আর্জেন্টিনা। মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমানো হলো এ আধিপত্য ভেঙে দেয়ার প্রথম পদক্ষেপ।

ল্যাটিন আমেরিকার তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক সত্তা হিসেবে আর্জেন্টিনা অন্য দেশের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বর্তমানে ব্রাজিল ও আর্জেন্টিনার উদ্যোগে, ল্যাটিন আমেরিকার অনেক দেশ ডি-ডলারাইজেশন প্রক্রিয়ায় যুক্ত হয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মার্কিন ডলারের আধিপত্য দূর করার প্রক্রিয়া শুরু করার কথা উল্লেখ করেছেন এবং বলিভিয়ার প্রেসিডেন্ট বলেছেন, তাঁর দেশ রেনমিনপি দিয়ে বাণিজ্যিক লেনদেনের আলোচনা করবে। এতে বোঝা যায়, আর্থিক বৈচিত্র্য ও স্বাধীন উন্নয়নের পথে চলা এখন উন্নয়নশীল দেশগুলোর অভিন্ন ইচ্ছা।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn