বাংলা

পরমাণু নিরাপত্তা মানবজাতির ভবিষ্যত, রাজনৈতিক অস্ত্র নয়: সিআরআই সম্পাদকীয়

CMGPublished: 2023-06-10 20:08:22
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নীতিমালা অনুযায়ী আইএইএ-কে নিয়ে যুক্তরাষ্ট্র-ব্রিটেন-অস্ট্রেলিয়া পরমাণু সাবমেরিন সহযোগিতার বিষয়ে আলোচনা করতে চাইলে, প্রকৃত বহুপক্ষপাদ ধারণ করতে হবে। দেশ তিনটি মুখে ‘নীতি-ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলার কথা বললেও তারা আসলে জোটগত সংঘাত ও ‘জোটের রাজনীতি’র কার্যক্রম চালাচ্ছে। তাদের এই দ্বৈতনীতির আচরণ তাদের আন্তর্জাতিক নীতি নষ্ট করার আরেকটি প্রমাণ।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল হচ্ছে সহযোগিতা ও উন্নয়নের এলাকা, বড় দেশের প্রতিযোগিতার এলাকা নয়। পরমাণু নিরাপত্তা মানবজাতির ভবিষ্যত লক্ষ্যের সঙ্গে জড়িত; এটা কিছু ব্যক্তির নিজের স্বার্থ হাসিলের রাজনৈতিক যন্ত্র নয়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার ‘পরমাণু ষড়যন্ত্র’ তাদের নিজস্ব ব্যাপার নয়, তাদের আইএইএ’র সদস্য দেশের অভিন্ন ব্যবস্থাপনার অধীনে আসা উচিত। কেউ যদি প্রশান্ত মহাসাগরকে ঝড়-সংকটের মহাসাগরে পরিণত করতে চায়, প্রশান্ত মহাসাগর অঞ্চলের মানুষ তা কোনোভাবেই সহ্য করবে না।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn