চীন ও ফ্রান্স একসাথে উজ্জ্বল ভবিষ্যৎ গড়বে: ফরাসি প্রেসিডেন্টের মন্তব্য বিশ্লেষণ করেছে সিআরআই সম্পাদকীয়
বাণিজ্যিক সহযোগিতা জোরদার করা ইমানুয়েল ম্যাকখোঁর এবারের চীন সফরের আরেকটি গুরুত্বপূর্ণ সাফল্য। চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন সার্বিকভাবে এগিয়ে নিচ্ছে চীন। যা ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশকে আরো বেশি সুযোগ দিয়েছে।
ইউক্রেন সংকটের বিষয়ে চীন দ্রুত আলোচনা পুনরুদ্ধার করাসহ ৫টি বাস্তব প্রস্তাব দিয়েছে। ম্যাকখোঁ ও ইইউ নেতা জানান ‘শান্তি ও আলোচনা বাস্তবায়ন এগিয়ে নেওয়ার পদ্ধতি খুঁজে বের করার জন্য চীনের সঙ্গে সহযোগিতা করতে চান তাঁরা।’
আগামী বছর চীন-ফ্রান্স কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী। দু’দেশের নেতৃবৃন্দের দিক-নির্দেশনায়, দু’পক্ষের সম্পর্ক অবশ্যই আরো উচ্চ মানে উঠবে এবং তা চীন-ইউরোপ সম্পর্ক এগিয়ে নেবে।