বাংলা

কোভিডের উত্স নিয়ে যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে আবারও মিথ্যাচারে মেতেছে: সিএমজি সম্পাদকীয়

cmgPublished: 2023-03-26 16:09:54
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মার্চ ২৬: সম্প্রতি চীনের বিরুদ্ধে, কোভিডের উত্স নিয়ে, মার্কিন মিথ্যাচার নতুন করে শুরু হয়েছে। ২০২১ সালে মার্কিন সরকার গোয়েন্দা সংস্থাকে ৯০ দিনের মধ্যে একটি তথাকথিত ‘কোভিড-১৯ উত্স অনুসন্ধান রিপোর্ট’ তৈরি করার নির্দেশ দিয়েছিল। তবে রিপোর্টটিতে ‘হয়ত’, ‘সম্ভবত’ ইত্যাদি শব্দের আধিক্য ছিল উল্লেখ করার মতো। গোটা বিশ্ব মনে করে, এই রিপোর্টের কোনো ভিত্তি নেই।

সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন জ্বালানিসম্পদ মন্ত্রণালয়ের হোয়াইট হাউস ও কংগ্রেসে পেশ করা একটি গোপন প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেছে, কোভিড-১৯ ‘সম্ভবত দুর্ঘটনাক্রমে একটি চীনা পরীক্ষাগার থেকে বাইরে ছড়িয়েছে।’ এরপর প্রধান মার্কিন গণমাধ্যমগুলো খবরটি হাইপ করে। তবে নিউইয়র্ক টাইমস বিষয়টির সাথে পরিচিত কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, রিপোর্টটি কম নির্ভরযোগ্য। এর মানে, যুক্তরাষ্ট্র কোনো প্রমাণ ছাড়াই তথাকথিত প্রতিবেদনটি লিখেছে এবং মার্কিন মূলধারার গণমাধ্যমগুলো এটি প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রে অনেক বাস্তব ও যুক্তিবাদী কণ্ঠকে দমন করা হয়। মার্কিন গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, চলতি মাসের শুরুর দিকে নবগঠিত কোভিড-১৯ সাবকমিটি মহামারীর উত্স নিয়ে আলোচনা করার জন্য প্রথম শুনানি করেছে। কোনো কোনো বিশ্লেষক বলেন, শুনানিতে পেশ করা মতামতগুলো খুবই একতরফা ছিল এবং ‘পরীক্ষাগার থেকে ফাঁস’ ছাড়া অন্যান্য সম্ভাবনার কথা প্রায় আলোচনাই হয়নি।

মহামারীর উত্স অনুসন্ধান একটি বৈজ্ঞানিক বিষয়। এ নিয়ে রাজনীতি করা উচিত নয়। যুক্তরাষ্ট্রের আচরণ নিজের সমস্যা সমাধানের জন্যও কার্যকর নয়। তবে বিশ্ব বুঝেছে যে, যুক্তরাষ্ট্র মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সহযোগিতা এবং এর উত্স অনুসন্ধানের পথে সবচেয়ে বড় বাধা।

Share this story on

Messenger Pinterest LinkedIn