চীনের দুই অধিবেশন থেকে ‘গোটা প্রক্রিয়ায় জনতার গণতন্ত্র’ বোঝা যায়
মার্চ ১০: বেইজিংয়ে অনুষ্ঠিত চীনের দুই অধিবেশন বিশ্বের জন্য দেশের ‘গোটা প্রক্রিয়ায় জনতার গণতন্ত্র’ সম্পর্কে জানার গুরুত্বপূর্ণ জানালা। চলমান এনপিসি ও সিপিপিসিসি’র অধিবেশনে আইন প্রণয়ন সংশোধনীর খসড়া আরেকবার এনপিসি’র কাছে জমা দেওয়া হয় ও পর্যালোচনা করা হয়। এ খসড়ার গোটা প্রক্রিয়ায় জনতার গণতন্ত্রের সংশ্লিষ্ট বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। সিএমজি সম্পাদকীয়তে এসব কথা বলা হয়েছে।
একটি দেশে গণতন্ত্র আছে কিনা- তা সে দেশের জনগণের ইচ্ছা ও আশা পূরণের মাধ্যমে জানা যায়। চীনের ১৪০ কোটিরও বেশি মানুষ বিশ্বের লোকসংখ্যার পাঁচ ভাগের এক ভাগ। ‘গোটা প্রক্রিয়ায় জনতার গণতন্ত্র’ সমাজতান্ত্রিক গণতন্ত্রের প্রতিফলন। এতে গণতান্ত্রিক নির্বাচন, পরামর্শ দেওয়া, সিদ্ধান্ত নেওয়া, প্রশাসন ও তত্ত্বাবধানসহ বিভিন্ন প্রক্রিয়া রয়েছে। যাতে দেশের রাজনৈতিক ও সামাজিক জীবনযাপনে জনগণের কণ্ঠ ও ইচ্ছা শোনা যায়। যা সবচেয়ে বাস্তব, সার্বিক ও কার্যকর গণতন্ত্র।
গণতান্ত্রিক নির্বাচনের একটি উদাহরণ এমন। চীনের জাতীয় গণ-কংগ্রেসের ৫ম পর্যায়ের এনপিসি’র প্রতিনিধিরা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন এবং তাঁদের প্রত্যেকের মেয়াদ ৫ বছর। চীনের ১০০ কোটি মানুষের ভোটে জেলা ও উপজেলা পর্যায়ের এনপিসি প্রতিনিধি নির্বাচিত হন। দেশের প্রতিটি এলাকা, শিল্প ও জাতিতে এনপিসি’র প্রতিনিধি রয়েছে।
চলতি বছর দুই অধিবেশনে এনপিসির প্রতিনিধিরা ও সিপিপিসিসি’র সদস্যদের প্রস্তাব ও পরামর্শ ১৪০ কোটি মানুষের ইচ্ছা ও মতামত সংগ্রহ করেছে। যা সরকারের সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা দিয়েছে। সার্বিক সচ্ছল সমাজ গঠন, কোভিড মহামারী প্রতিরোধ কার্যক্রমের সাফল্য, চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন এবং চীনা সমাজের অর্জিত সাফল্য—‘গোটা প্রক্রিয়ায় জনতার গণতন্ত্রের’ সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। আন্তর্জাতিক প্রভাবশালী জরিপ সংস্থার পরিসংখ্যান থেকে জানা যায়, চীন সরকারের প্রতি জনগণের সন্তুষ্টি ৯০ শতাংশেরও বেশি। যা চীনের গণতন্ত্রের শক্তিশালী প্রাণশক্তির প্রতিফলন।