মানবাধিকারের আলোকবর্তিকা কেন নিজ দেশের শিশু শ্রমিকদের দেখে না? -সিএমজি সম্পাদকীয়
কিন্তু মার্কিন সরকার তা বিবেচনা করে না। গত বছর মার্কিন সরকার বেশি খরচের কারণে কোভিড-১৯ মহামারীর সময় শিশু সম্পর্কিত কর হ্রাসের ব্যবস্থা স্থগিত রাখার প্রস্তাব প্রত্যাখ্যান করে। অনুমান করা হয় এ খরচ বছরে ১০০ বিলিয়ন মার্কিন ডলার হবে। যা ইউক্রেনে দেওয়া ব্যয়ের চেয়ে কম। এর ফলে অর্ধ বছরে যুক্তরাষ্ট্রে দরিদ্র শিশুর সংখ্যা ৩০ লাখেরও বেশি বেড়েছে।
আসলে শিশু শ্রমিকের সমস্যা শুধু যুক্তরাষ্ট্রের প্রণালীবদ্ধ শিশুদের মানবাধিকারের লঙ্ঘন সমস্যার একটি। শিশুদের মার্কিন স্বপ্ন হারিয়ে যাওয়ার পরও মার্কিন সরকার নিজেকে ‘মানবাধিকারের বিকন’ বলার উত্সাহ পায় কী? জানতে চেয়েছে সিএমজি সম্পাদকীয়।