চীনের বিদেশি বাণিজ্যের পরিমাণ ৪০ ট্রিলিয়ন ইউয়ান! বলিষ্ঠতা ও প্রাণশক্তি ব্যাখ্যা করেছে সিএমজি সম্পাদকীয়
জানুয়ারি ১৩: চীনের বিদেশি বাণিজ্যের পরিমাণ প্রথমবারের মতো ৪০ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। দেখা যায়, টানা ৬ বছর ধরে বিশ্বের বৃহত্তম পণ্য বাণিজ্যের দেশ চীন। আজ (শুক্রবার) প্রকাশিত ২০২২ সালের চীনের বৈদেশিক বাণিজ্যের পরিসংখ্যান থেকে দেখা যায়, চীনা অর্থনীতির প্রতি আন্তর্জাতিক সমাজের আস্থা বেড়েছে। এ দিন চায়না মিডিয়া গ্রুপের এক সম্পাদকীয়তে এসব মন্তব্য করা হয়েছে।
সম্পাদকীয়তে বলা হয়, চীনের শুল্ক সদর দপ্তরের প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০২২ সালে চীনের পণ্য বাণিজ্যের পরিমাণ ৪২.০৭ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। যা ২০২১ সালের তুলনায় ৭.৭ শতাংশ বেশি। ২০২২ সালে বিশ্ব অর্থনীতিতে মন্দার ঝুঁকি বৃদ্ধি ও বাইরের চাহিদা বৃদ্ধি শিথিল হওয়ার কারণে চীনের বিদেশি বাণিজ্য কিছু অসুবিধায় ছিল। এসব সমস্যা কাটিয়ে গত বছরের উচ্চ মানের ভিত্তিতে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। বিভিন্ন চ্যালেঞ্জের মুখে চীনের বিদেশি বাণিজ্যের বলিষ্ঠতা ও প্রাণশক্তি দেখা যাচ্ছে। এ বলিষ্ঠতা ও প্রাণশক্তির উৎস কোথায়? রপ্তানি খাতে চীনের বাজার ও পণ্য- এই দুটি মূল বিষয় আয়ত্ত করেছে চীন। যেমন, নতুন জ্বালানিচালিত গাড়ি শিল্পের ব্যাপক উন্নয়নে আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতার ক্ষমতা অনেক বেড়েছে। ২০২২ সালে চীনের বিদেশি বাণিজ্যের বন্ধু-বৃত্ত অনেক বেড়েছে। আসিয়ান, ইইউ-সহ নানা প্রধান বানিজ্যিক অংশীদারের সঙ্গে চীনের রপ্তানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। ‘এক অঞ্চল, এক পথ’ বরাবর দেশগুলোর সঙ্গে চীনের রপ্তানির বৃদ্ধির হার ছিল ২০ শতাংশ। সবুজ অর্থনীতিসহ নানা নতুন শিল্পের দ্রুত উন্নয়ন বৈদেশিক বাণিজ্যে নতুন চালিকাশক্তি যুগিয়েছে। এতে প্রতিফলিত হয় যে, ‘মেড ইন চায়না’ থেকে বিশ্ব বাজার বিচ্ছিন্ন করা যায় না এবং বিশ্বের কারখানা হিসেবে চীনের অবস্থান পরিবর্তন করা যায় না।