ভাইরাস নিয়ে অপরাজনীতি মার্কিন অপকৌশল: সিএমজি সম্পাদকীয়
তবে, যুক্তরাষ্ট্রে বর্তমানে ৪০ শতাংশ আক্রান্ত হয়েছে এক্সবিবি১.৫ ভাইরাসের কারণে। এ নতুন ধরণের ভাইরাস প্রচলিত ভাইরাসে পরিণত হয়েছে। তাই নতুন ধরণের ভাইরাসের ব্যাপক প্রচলন রোধ করতে চীনের উচিত যুক্তরাষ্ট্রের ওপর নিষেধাজ্ঞা করা। গত ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্র করোনা ও ফ্লুসহ তিনটি প্রকোপের মুখে পড়েছে এবং চিকিত্সা সিস্টেম পতনের দ্বারপ্রান্তে গিয়ে দাঁড়িয়েছে। জনস্বাস্থ্যের বিষয়ে যুক্তরাষ্ট্র দেশব্যাপী কোনো পদক্ষেপ নেয়নি। তবে, চীন সরকারের করোনা প্রতিরোধ নীতির সুবিন্যাস নিয়ে অপমানজনক কথা বলে চীনকে দোষারোপ করছে। মহামারি প্রতিরোধে বিজ্ঞান সম্মত চেতনা দরকার; এর বিপরীতে গেলে ব্যর্থ হতে হবে।