চাগোস দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে বিরোধ মেটানোর পর, মালভিনাস দ্বীপপুঞ্জ ইস্যুর মুখোমুখি হবে ব্রিটেন: সিএমজি সম্পাদকীয়
মালভিনাস দ্বীপপুঞ্জ ইস্যুতে, জাতিসংঘের প্রাসঙ্গিক রেজুলেশনগুলি স্পষ্ট, এবং যুক্তরাজ্যের এ ব্যাপারে সামনে না এগুনোর কোনো কারণ নেই। ১৯৬৫ সালে,জাতিসংঘের সাধারণ পরিষদ ২০৬৫ নম্বর প্রস্তাব পাস করে, যাতে মালভিনাস দ্বীপপুঞ্জ ইস্যুকে "উপনিবেশমুক্ত" বিভাগে অন্তর্ভুক্ত করা হয় এবং ব্রিটেন ও আর্জেন্টিনাকে আলোচনার মাধ্যমে বিরোধ সমাধানের আহ্বান জানানো হয়।
ঔপনিবেশিকতাসংক্রান্ত জাতিসংঘের বিশেষ কমিটি ব্রিটিশ সরকারকে আর্জেন্টিনার সাথে আলোচনা করার জন্য ৩০টিরও বেশি প্রস্তাবে আহ্বান জানিয়েছে। তবে যুক্তরাজ্য এ বিষয়ে কান দেয়নি। আজ ব্রিটেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসাবে, স্পষ্টতই জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করে মালভিনাস দ্বীপপুঞ্জ দখল করে রেখেছে।
মানবসভ্যতার ইতিহাসে উপনিবেশবাদ একটি দাগ, এবং আন্তর্জাতিক সম্প্রদায় আর্জেন্টিনাকে সমর্থন দেওয়া বন্ধ করেনি। এটা আশা করা যায় যে, ব্রিটিশ পক্ষ চাগোস দ্বীপপুঞ্জের মালিকানা সমস্যার সমাধানের পরে মালভিনাস দ্বীপপুঞ্জ সমস্যাটির মুখোমুখি হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব মালভিনাস দ্বীপপুঞ্জ আর্জেন্টিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য আলোচনা শুরু করবে। আজ একবিংশ শতাব্দীতে উপনিবেশবাদের কোনো স্থান নেই।