চীন-অস্ট্রেলিয়া সম্পর্ক পুনরুদ্ধারের অগ্রযাত্রার শুভ সূচনা: সিএমজি সম্পাদকীয়
তবে, চলতি বছরের মে মাসে অস্ট্রেলিয়ার নতুন সরকার ক্ষমতাসীন হওয়ার পর দু’দেশের সম্পর্ক উন্নয়নের সদিচ্ছা প্রকাশ করে। চীনও সে সদিচ্ছার ইতিবাচক জবাব দিয়েছে। ফলে চীন ও অস্ট্রেলিয়ার সম্পর্ক উন্নয়নের সুযোগ দেখা দিয়েছে।
চীন ও অস্ট্রেলিয়ার সম্পর্কোন্নয়ন প্রসঙ্গে চীন তিনটি প্রস্তাব উত্থাপন করেছে। সেগুলো হলো: পরস্পরকে শ্রদ্ধা প্রদর্শন, অভিন্নতা খুঁজা এবং ভিন্নতাকে সম্মান করা এবং পারস্পরিক কল্যাণ সৃষ্টি করা। দু’দেশ যোগাযোগ জোরদার, মতভেদ মোকাবিলা, বাস্তব সহযোগিতা বেগবান এবং সাংস্কৃতিক আদান-প্রদান জোরদারসহ চারটি ক্ষেত্রে পরবর্তী চীন-অস্ট্রেলিয়া সম্পর্কোন্নয়নের জন্য রোডম্যাপ তৈরি করেছে। এ চারটি প্রস্তাব দু’দেশের সম্পর্ককে সঠিক পথে ফিরিয়ে আনার অগ্রযাত্রা পুনরুদ্ধারে অনুকূল হবে।