বাংলা

পারস্পরিক সংলাপ ও সহযোগিতা চীন ও আরব রাষ্ট্রগুলোকে উন্নত ভবিষ্যতের দিকে নিয়ে যাবে: সিএমজি সম্পাদকীয়

CMGPublished: 2022-12-11 18:12:25
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ডিসেম্বর ১১: স্থানীয় সময় ৯ ডিসেম্বর, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত প্রথম চীন-আরব সম্মেলনে একটি মূল বক্তৃতা প্রদান করেন। তিনি একটি যৌথ ভবিষ্যতের সাথে একটি ঘনিষ্ঠ চীন-আরব অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং চীন-আরব সহযোগিতার জন্য "আটটি অভিন্ন পদক্ষেপ"-এর প্রস্তাব করেন। সম্মেলনে উভয় পক্ষ নতুন যুগে চীন-আরব অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে সম্মত হয়। এটাই এই শীর্ষ সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অর্জন।

এই শীর্ষ সম্মেলনটি নতুন চীন প্রতিষ্ঠার পর সম্মিলিতভাবে আরবদেশগুলির নেতাদের সাথে প্রথম শীর্ষসম্মেলন, যা চিহ্নিত করে যে, চীন-আরব সহযোগিতার উজ্জ্বল সম্ভাবনা আছে। এ সম্মেলন নতুন যুগে দ্বিপক্ষীয় সহযোগিতার একটি দৃষ্টান্তও বটে।

"আমাদের অবশ্যই স্বাধীনতা ও স্বাধীনতার চেতনা ধারণ করতে হবে এবং অভিন্ন স্বার্থ রক্ষা করতে হবে"; "আমাদের অবশ্যই অর্থনৈতিক উন্নয়নের দিকে মনোনিবেশ করতে হবে এবং বিজয়ী সহযোগিতার প্রচার করতে হবে"; "আমাদের অবশ্যই আঞ্চলিক শান্তি বজায় রাখতে হবে এবং অভিন্ন নিরাপত্তা অর্জন করতে হবে"; "আমাদের অবশ্যই সভ্যতার মধ্যে বিনিময় জোরদার করতে হবে এবং পারস্পরিক বোঝাপড়া ও বিশ্বাস বাড়াতে হবে”—প্রেসিডেন্ট সি উত্থাপিত এই চার-দফা প্রস্তাব চীন ও আরব রাষ্ট্রগুলোর মধ্যে সর্বাত্মক সহযোগিতা জোরদার করার বাস্তব চাহিদা পূরণ করে এবং নতুন যুগে চীন-আরব অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলার দিকনির্দেশ করে।

একটি আরবি প্রবাদে বলা হয়েছে: "শব্দ হল পাতা, কিন্তু কর্ম হল ফল।" নতুন যুগের জন্য একটি অভিন্ন লক্ষ্যের চীন-আরব কমিউনিটি গড়ে তুলতে, উভয় পক্ষকে অবশ্যই দৃঢ় পদক্ষেপ নিতে হবে। এই শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট সি প্রস্তাব করেন যে, আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে চীন আরব রাষ্ট্রগুলোর সাথে "আটটি প্রধান যৌথ পদক্ষেপ" বাস্তবায়ন করতে ইচ্ছুক। সহযোগিতার তালিকায় উন্নয়ন, খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্য, সবুজ উদ্ভাবন, জ্বালানি নিরাপত্তা, সভ্যতার মধ্যে সংলাপ, যুব উন্নয়ন এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা রয়েছে। এটি আরব দেশগুলোর সাথে একত্রে উন্নয়নের জন্য চীনের আন্তরিক ইচ্ছা প্রকাশ করে।

চীন আরব দেশগুলোর জন্য প্রয়োজন, আরব দেশগুলোও চীনের জন্য প্রয়োজন। নতুন রোডম্যাপের নির্দেশনায়, চীন-আরব সম্পর্কের উন্নতি করা হবে যাতে জনগণ উপকৃত হয় এবং বিশ্বশান্তি ও উন্নয়নে আরও বেশি অবদান রাখা যায়।

Share this story on

Messenger Pinterest LinkedIn