বাংলা

চীন ও সৌদি আরব পরস্পরের কৌশলগত অংশীদার ও আন্তরিক বন্ধু: সিএমজি সম্পাদকীয়

CMGPublished: 2022-12-10 20:29:23
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ডিসেম্বর ১০: চীন ও সৌদি আরবের মধ্যে "গণপ্রজাতন্ত্রী চীন ও সৌদি আরবের মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি" স্বাক্ষরিত হয়েছে। উভয় পক্ষ চীন-সৌদি আরব উচ্চ-স্তরের যৌথ কমিটির স্তর প্রধানমন্ত্রী পর্যায়ে উন্নীত করতে সম্মত হয়েছে। চীন সৌদি আরবকে চীনা নাগরিকদের বিদেশ ভ্রমণের গন্তব্য হিসেবে তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে এবং সৌদি আরব আরো চীনা কোম্পানিকে নিজের শিল্পায়ন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

স্থানীয় সময় ৮ ডিসেম্বর চীনা প্রেসিডেন্ট সি চিন পিং রিয়াদের রাজকীয় প্রাসাদে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনা করেন। উভয় পক্ষ বৃহত্তর উন্নয়নের জন্য দ্বিপক্ষীয় সম্পর্ককে ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। সৌদি আরবের "রিয়াদ নিউজ"-এর প্রধান সম্পাদক হানিফ রিদওয়াফা বলেছেন, "এই সফর অবশ্যই সৌদি আরব ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাকে একটি নতুন স্তরে উন্নীত করবে এবং দু’পক্ষের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যত উন্মুক্ত করবে।"

‘চীনের স্বার্থ ও সৌদির স্বার্থ।’ সৌদি বাদশাহ সালমানের বক্তব্য অনেক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করেছে। সফরকালে চীন ও সৌদি আরব একে অপরের প্রতি দৃঢ় রাজনৈতিক সমর্থন প্রকাশ করেছে। প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেছেন, চীন দৃঢ়ভাবে সৌদি আরবকে তার জাতীয় অবস্থার সাথে মানানসই উন্নয়নের পথ অনুসরণ করতে সমর্থন করে। ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মুহাম্মাদ বিন সালমান তিনটি "দৃঢ়সমর্থন" এবং একটি "দৃঢ়বিরোধিতার" কথা বলেছেন এবং এর মাধ্যমে চীনের প্রতি তার সমর্থন প্রকাশ করেছেন।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn