প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ দেশসমূহ যুক্তরাষ্ট্রের ভূ-রাজনৈতিক বৈরি তৎপরতার জায়গা নয়: সিএমজি
ফিজির প্রধানমন্ত্রী ফ্রাঙ্ক বাইনিমারামা বলেছেন, “ভূ-রাজনীতি নয়, জলবায়ু পরিবর্তন আমাদের সবচেয়ে দুশ্চিন্তা”। অস্ট্রেলিয়ার লৌওয়েই ইন্সটিটিউটের গবেষক মিহাই সোরা বলেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতারা ভূ-রাজনীতির দ্বন্দ্বের দাবা হিসেবে ব্যবহার হতে অপছন্দ করেন।
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশগুলোর জন্য বর্তমানে জলবায়ু পরিবর্তন ও করোনার চ্যালেঞ্জ মোকাবিলা খুব জরুরি। সত্যি দেশগুলোর উন্নয়নে সহযোগিতা চালাতে চাইলে, যুক্তরাষ্ট্রকে নিজের প্রতিশ্রুতি পালন করতে হবে। যুক্তরাষ্ট্রের উচিত দেশগুলোর সঙ্গে সমতা-সম্পন্ন ও কল্যাণকর সহযোগিতা গড়ে তুলার পাশাপাশি তাদের স্বাধীনভাবে বৈদেশিক আদান-প্রদানের অধিকারকে সম্মান করা।