বাংলা

‘যেখানে মার্কিন গণতন্ত্র রয়েছে, সেখানে বিশৃঙ্খলা ও সংঘর্ষ হয়’

CMGPublished: 2022-09-02 16:49:55
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

যুদ্ধ ও সংঘর্ষ ইরাকের অর্থনীতির বহু ক্ষয়ক্ষতি করেছে। এ থেকে দেখা যায়, ১৯৯০ সালে, ইরাকের মাথাপিছু জিডিপি ছিল ১০ হাজার ৩৫৬ ডলার। তবে ২০২০ সালে তা মাত্র ৪১৫৭ ডলারে নেমে আসে।

সেখানে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। ইরাকের রাজনৈতিক পরিস্থিতিতে বিশৃঙ্খলা ও সন্ত্রাসবাদ দ্রুত বাড়ছে।

বর্তমানে, বাগদাদের নিরাপত্তা ধীরে ধীরে কমছে। দেশটিতে রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। অর্থাৎ, ইরাকে ‘মার্কিন গণতন্ত্র’ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

যুক্তরাষ্ট্র গণতন্ত্রের নামে ইরাকে যা দিয়েছে, তার আসল লক্ষ্য হচ্ছে মার্কিন আধিপত্য রক্ষা করা। ইরাক-কৌশল বিষয়ক একজন বিশেষজ্ঞ বলেন, ইরাকে যুক্তরাষ্ট্রের আক্রমণ করার লক্ষ্য হচ্ছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নিজের আধিপত্য মজবুত করা।

২০ বছর পার হয়েছে। মধ্যপ্রাচ্যে অনেক নিরীহ জীবন ‘মার্কিন গণতন্ত্রের’ বলি হয়েছে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যে অপরাধ করেছে, তার শাস্তি পাওয়া উচিত। পাশাপাশি, আন্তর্জাতিক সমাজকে ন্যায়পরায়ণতা রক্ষা করতে হবে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn